i am a simple man.
অল্পের জন্য রক্ষা পেল সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের ছাত্রীরা।
একটি কক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আগুন ধরে যায়। এক ছাত্রীর অসাবধনতার কারণে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কক্ষের আসবাবপত্র পুড়লেও কেউ হতাহত হয় নি । বিদুৎ চালিত রাইস কুকার থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয় বলে জানা যায়।
এ ঘটনায় ওই কক্ষের ছাত্রীদের সিট বাতিল করেছে হল প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় হলের ‘এ’ ব্লকের ৪০২ নম্বর কক্ষ থেকে ধোঁয়া বের হতে থাকে। ধোঁয়ার পরিমান বাড়তে থাকলে হলের ছাত্রীরা কর্মচারীদের এ বিষয়টি অবহিত করে। এ সময় কক্ষটি তালাবদ্ধ অবস্থায় ছিল। পরে কর্মচারীরা কক্ষের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা চালায়।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাৎক্ষনিকভাবে ব্যবস্থা নিলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রেহাই পায় ছাত্রী হল। উদ্ভূত পরিস্থিতিতে জরুরী বৈঠকে বসে হল প্রশাসন। বৈঠকে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড.মো.সালেহ উদ্দিন উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ছাত্রী হলের প্রভোস্ট ড. নাজিয়া হক চৌধুরী জানান, ছাত্রী হলে রাইস কুকার চালানো নিষেধ। তাদের অসাবধানতার কারণে বড় ধরনের দূর্ঘটনা ঘটে যেতে পারত।
ভবিষ্যতে এরকম কেউ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।