হুশিয়ারি :- আমার ব্লগে কেউ সাহিত্য খুইজেন না । ইহা একটি মাকাল পরিবেশনা।
রেল ক্রসিং এ আটকে আছি। ক্রসিং এর আগেও জ্যাম পরেও জ্যাম। এক সময় লাইনম্যান সিগন্যাল উঠিয়ে দিলো, আমাদের আগের বাসটা চলতে শুরু করলো, সেই সাথে আমাদের বাসও।
রেল লাইনের উপরে উঠার সাথে সাথে সিগন্যাল ফেলা দেওয়া হলো, সামনে জ্যাম থাকার কারনে বাসের নড়াচড়া করার উপায় ছিল না। আমরা যাত্রীরা আতঙ্ক দৃষ্টি নিয়ে ডানে-বামে দেখছি ট্রেন আসে নাকি ? হাঠাৎ আমাদের ডানদিকে থেকে ট্রেন আসতে দেখা গেলো, হেলপার দ্রুত জ্যাম ছাড়ানোর চেষ্টা করছে, চিৎকার করছে যাত্রীরা, ড্রাইভার ভয়ার্ত কন্ঠে বললো আপনারা নেমে যান ...... ট্রেন আসছে !!
আমরা আতঙ্কিত যাত্রীরা তাড়াতাড়ি নামার জন্য বাসের ভিতর প্রতিযোগীতায় নামলাম। মৃতু্য আমাদের থেকে কয়েক মিনিট দুরে। কোন রকমে বাস থেকে নেমে দৌড় দিলাম। আল্লাহর রহমতে এই যাত্রায় রক্ষা পেলাম।
আলহামদুলিল্লাহ।
ভয়াবহ স্মৃতি ঃ 26 নভেম্বর 2006ইং, রবিবার, সকাল আনুমানিক 8 ঃ 45।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।