বেসরকারি একটি বিমানকে দিল্লি বিমানবন্দরে অবতরণের অনুমতি দেয়ার পর বিমানটির পাইলট একই রানওয়েতে অপর একটি বিমান দেখতে পান।
আর অবতরণ করতে যাওয়া বিমানটিতেই রাহুল গান্ধি ছিলেন বলে বৃহস্পতিবার এনডিটিভি জানিয়েছে।
কিন্তু রাহুলকে বহনকারী বিমানের পাইলট দক্ষতার সঙ্গে দুর্ঘটনা এড়াতে সক্ষম হন।
জানা গেছে, রাহুলকে বহনকারী বিমানটি দিল্লি বিমানবন্দরে অবতরণ করার সময় একই রানওয়েতে অপর একটি বিমান দেখতে পান পাইলট। বিমানের চাকা রানওয়ে স্পর্শ করার কয়েক সেকেন্ড আগে নিয়ন্ত্রণ টাওয়ার থেকে অবতরণ না করে উড়ে যেতে বলা হয়।
রাহুলকে বহনকারী সেসনা স্টেশন জেট বিমানটির পাইল ওই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে রানওয়ে স্পর্শ না করেই বিমানটিকে উড়িয়ে নিয়ে যান। আর এর মাধ্যমে রানওয়েতে থাকা বিমানটির সঙ্গে সম্ভাব্য নিশ্চিত সংঘর্ষের হাত থেকে বেঁচে বিমানটি আর রাহুল গান্ধিও প্রাণে রক্ষা পান।
দিল্লির ইন্দিরা গান্ধি বিমানবন্দরে মঙ্গলবার এই ঘটনা ঘটে।
রানওয়েতে থাকা বিমানটি ছিল ভারতীয় বিমান বাহিনীর একটি প্লেন। বিমানবন্দরের নিয়ন্ত্রণ কক্ষ মনে করেছিল, রাহুলকে বহনকারী বিমানটি অবতরণের আগে বিমান বাহিনীর বিমানটি অন্য রানওয়েতে সরে যাবে।
কিন্তু রাহুলের বিমানটি অনুমিত নির্ধারিত সময়ের আগেই রানওয়ের কাছাকাছি চলে আসে। ঠিক সেই মুহূর্তে বিমান বাহিনীর বিমানটি ওই রানওয়ে থেকে অন্য রানওয়েতে যাওয়ার জন্য ঘুরছিল।
ফলে দুটি বিমানের নিশ্চিত সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ কক্ষ থেকে রাহুলকে বহনকারী বিমানটিতে অবতরণ না করে উড়ে যেতে বলা হয়। পাইলটও দক্ষতার সঙ্গে নির্দেশ মান্য করার ফলেই সম্ভাব্য মারাত্মক বিপর্যয় থেকে রক্ষা পান রাহুল।
দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ কক্ষের এই ত্রুটির কারণ খুঁজে বের করার নির্দেশ দিয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।