মহাশূণ্যে গবেষণার কাজে নিয়োজিত মহাকাশচারীদের জীবন বেশ কষ্টকর। সম্প্রতি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাজ করতে গিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে যান এক মহাকাশচারী। হেলমেটের পেছন থেকে পানি লিক হয়ে বের হয়ে আসার কারণে শ্বাস রোধ হয়ে মারা যাওয়ার উপক্রম হয়। একে 'নাসা' সর্বকালের গুরুতর দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে। ঘটনাটির একটি ভিডিও রয়েছে।
আন্তর্জাতিক মহাকাশ স্টেশন একটি বাসযোগ্য কৃত্রিম উপগ্রহ। এখানে মহাকাশ গবেষণায় নিয়োজিত মহাকাশচারীরা থাকেন। গত বছর জুলাই মাসের ১৬ তারিখ দুর্ঘটনা ঘটে। ওই সময় মহাকাশ স্টেশনে বাইরে স্পেস এ কাজ করছিলেন দুজন মহাকাশচারী। সব কিছু স্বাভাবিক ছিল।
বিপত্তি বাঁধলো ইতালিয়ান মহাকাশচারী লুকা পারমিটানোর হেলমেটে। তার হেলমেট লিক হয়ে পানি ঢুকছিল।
মিশন কন্ট্রোল রুমে লুকা জানান, তিনি ঘামছেন। কিন্তু পেছন থেকে অনেক বেশি পরিমাণ পানি ঢুকছিল যা তার মুখ এবং নাকের কাছাকাছি চলে আসছিল। শূণ্য মাধ্যাকর্ষণ অবস্থায় তিনি কোন কিছুই শুনতে পারছিলেন না।
এমন অবস্থায় শ্বাস রোধ হওয়ার উপক্রম হয়। অপর একজন মহাকাশচারী ক্রিস ক্যাসিডি ঘটনাটি বুঝতে পেরে দ্রুত ব্যবস্থা নেন।
তথ্যসূত্র: দি টেক জার্নাল
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।