অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১শ ৩৬ যাত্রী। আজ সকাল ৮টা ৪০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরের রানওয়ে থেকে উড্ডয়নের সময় বিমানটির ইঞ্জিনে পাখি ঢুকে পড়ে। পাইলট তা টের পেয়ে বিমানটিকে জরুরি অবতরণ করান। একারণে বড় রকমের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।
বিজি ০৪৮ ফ্লাইট নামে বিমানটি সিঙ্গাপুর যাচ্ছিল।
বিমান কর্তৃপক্ষ এ নিয়ে আনুষ্ঠানিক কোন মন্তব্য করেনি। তবে এক কর্মকর্তা জানিয়েছেন ইঞ্জিনে পাখি ঢুকে পড়ায় বিমান জরুরি অবতরণ করে। এ সময় যাত্রীদেও কোন ক্ষয়ক্ষতি হয়নি। তবে ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটি সারানোর জন্য বিমানটিকে বেতে রাখার হয়েছে।
ঘটনার পর ফ্লাইটের ১’শ ৩৬ যাত্রীকে হোটেলে নিয়ে যাওয়া হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।