ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফিরছিলাম চারুকলার সামনে দিয়ে, সামনে জটলা দেখে থেমে গেলাম । অনেক ক্যামেরা , নানা উৎসুক জনতার ভিড় !! সামনে এগিয়ে দেখলাম প্রতিবাদ সভা, এক দুর্নীতিবাজ শিক্ষকের বিরুদ্ধে সোচ্চার হয়েছে তরুণ ছাত্ররা । প্রতিবাদের এমন শিল্পিত উপায় আমি আর দেখি নি, প্রথমে ভাবলাম ছবির মানুষটি বোধ হয় ডামি, পরে দেখি আবার নড়াচড়া করে, আমি তাজ্জব হয়ে গেলাম, একটা মানুষ এত সুন্দর অভিনয় কিভাবে করে!! তার সারা গায়ে পাউডার লাগানো ! কিছুক্ষন পরে আরেকজন আসলো , তার সারা গায়ে নীল লাগানো ! এইসব আইডিয়া যাদের মাথায় আসে, তারাই আসলে জিনিয়াস। hatts off to them!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।