আমাদের কথা খুঁজে নিন

   

চারুকলার এক বিভাগের চেয়ারম্যানের অপসারণ দাবি

আমি একজন ফাউ ইঞ্জিনিয়ার.। । । আড়াই বছর ধরে ক্লাস ও পরীক্ষা না হওয়ার অভিযোগে বিভাগীয় চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলার ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চারুকলা অনুষদের সামনের রাস্তায় তারা বিক্ষোভ সমাবেশ করে।

এ সময় শিক্ষার্থীরা প্রতিবাদী নাটক মঞ্চস্থ করে। ক্লাস শুরু করা এবং চেয়ারম্যানের অপসারণ দাবিতে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে তারা। শিক্ষার্থীরা জানায়, শিল্পকলার ইতিহাস বিভাগে মোট ১০টি শিক্ষাবর্ষের মাত্র ৫৭ জন শিক্ষার্থী রয়েছে। চেয়ারম্যানসহ শিক্ষকসংখ্যা চার। তিন জন শিক্ষকই গত ১৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে উপাচার্যকে চিঠি দিয়েছেন।

তারা আরো জানায়, ২০০১-০২ শিক্ষাবর্ষের স্নাতক সমাপনী পরীক্ষা শেষ হয়েছে ২০০৮ সালে। এরপর তারা স্নাতকোত্তর বর্ষে ভর্তি হলেও গত আড়াই বছরে তাদের কোন ক্লাস বা পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। একই সমস্যায় রয়েছে বিভাগের ২০০২-০৩ ও ২০০৩-০৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাও। এ জন্য তারা চেয়ারম্যানের 'উদাসীনতাকে' দায়ী করেন। চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগও জানান তরা।

এ সময় বিভাগের শিক্ষক শেখ মনির উদ্দিন শিক্ষার্থীদের অভিযোগ সত্য বলে সমর্থন করেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.