আমাদের কথা খুঁজে নিন

   

পুরাণের নীল গোলাপ ফুটলো জাপানে

আমি এক স্বপ্ন ভোলা জাপানি গবেষকরা জানিয়েছেন, প্রকৃতিতে লাল গোলাপ সহজলভ্য হলেও নীল গোলাপ ফোটে না। কারণ প্রকৃতিতে নীল রঙের পিগমেন্ট তৈরি হয় না। নীল গোলাপের সঙ্গে পৌরাণিক অনেক কাহিনীও জড়িয়ে রয়েছে। প্রকৃতিতে নীল গোলাপ পাওয়া দুষ্কর বলেই গবেষকরা নীল রঙের গোলাপ ফোটানোর লক্ষে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন। সম্প্রতি গবেষকরা নীল গোলাপ চাষে সাফল্য পেয়েছেন।

খবর ইন্দো এশিয়ান নিউজ সার্ভিস-এর। প্রায় ২০ বছর ধরে এ গোলাপটি নিয়ে গবেষণা চালিয়ে সাফল্যের দাবি করেছে জাপানি কোম্পানি সানতোরি লিমিটেড। ফুলের রংটি যদিও অনেকটাই পার্পলের কাছাকাছি, তবে নীলের সর্বোচ্চ কাছাকাছি এই রংটিই গোলাপে আনতে পেরেছেন গবেষকরা। নীল গোলাপের নাম দেওয়া হয়েছে ‘অ্যাপ্লাউস’। জিন রূপান্তর প্রক্রিয়ায় এ গোলাপ তৈরি করেছেন গবেষকরা।

প্রকৃতিতে পাওয়া নীল রঙের ফুল থেকে ডেলফিনিডিন নামের পিগমেন্ট আলাদা করে গোলাপে ব্যবহার করে ফোটানো হয়েছে এ ফুল। এ গোলাপ বিক্রির জন্য যুক্তরাষ্ট্র এবং কানাডায় অনুমতিও মিলেছে। এ ফুল ফোটানোর পর থেকে বিশেষ অনুষ্ঠানের জন্যই নীল গোলাপ জাপানে ব্যবহৃত হচ্ছে। প্রতিটির দাম পড়ছে ২০ থেকে ৩০ পাউন্ড Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.