এখন যদি বাংলাদেশ নামক রাষ্ট্রটিতে পারিবারিক রাজনৈতিক উত্তরাধিকার প্রাপ্তির বিপক্ষে আন্দোলন গড়ে তুলে এ দেশের মানুষকে প্রকৃত গণতন্ত্র এনে দিতে সোচ্চার হয় এ দেশের যুবসমাজ আর অনলাইন প্রচার মাধ্যমগুলোতে সহযোগিতার প্রত্যয়ের কথা জানাতে বলে আপনাকে, আপনি কী করবেন?
বিবেচ্য বিষয়;
# সম্প্রতি এরূপ আন্দোলনে সফল হয়েছে কয়েকটি দেশের যুবসমাজ।
# অসার গণতান্ত্রিক চর্চার যাঁতাকলে পড়ে থাকা আপামর জনসাধারণের ব্যাপক সমর্থন প্রাপ্তির সম্ভাবনা।
# দেশের অনেক মেধাবী,প্রতিশ্রুতিশীল রাজনীতিবিদ,সমাজহিতৈষি ব্যক্তিমনের চাঁপা ক্ষোভের জবাব অণুপ্রেরিত করতে পারে এ আন্দোলনকে যারা এ দেশের মানুষের জন্য কিছু করতে গিয়েও ব্যর্থ হয়েছেন, তিলে তিলে আঘাত সহ্য করে যাচ্ছেন সাধুবাদের বদলে।
# কয়েকটি পরিবার এ দেশের সম্পদকে তাদের বাপ-দাদার অর্জিত ধন মনে করে ইচ্ছেমতো বিলাসিতা করছে আর এ দেশ্র মানুষকে মনে করছে তাদের বাড়িতে খেয়ে-দেয়ে বড় হওয়া আশ্রিত গোলাম।
=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=৩=
এ প্রশ্নের উত্তরে;
আপনি যদি না বলেন তবে আপনাকে আমার কিছুই বলব না।
আপনি যদি সিদ্ধান্ত নিতে পারছিনা বলেন তবে বলব আপনি দেশের এই পারিবারিক রাজনীতির বরাতে সুবিধাভোগিদের একজন।
আপনি যদি হ্যা বলেন তবে বলব আসুন আমরা এই পারিবারিক রাজনীতির মায়াজাল ছেড়ে অন্ন কিছু ভাবি। আমরা ওদেরকে ভোট দেবনা, আমরা ওদের কাছে অন্যকে ( যারা আমাদের মতো এই নিষ্পেষিত শ্রেণীরই একজন) প্রতিহত করার শক্তি ভিক্ষা চাইবনা, আশ্রয় চাইবনা। বলুনতো ওরা কাদের উপর রাজনৈতিক গুটি চালাচাল করে? আমার মাধ্যমে আপনার উপর অথবা আপনার মাধ্যমে আমার উপর।
আসুন আমরা এক সত্য,যৌক্তিক,সুন্দর সমাজের স্বপ্ন বাস্তবায়নের যোগ্য প্রজন্ম গড়ে যাই যারা ওদের মতো হবেনা, যারা দেশের মানুষের কথা বলবে, ওদের লেজুরবৃত্তি করে ছাত্রজীবন কলুষিত করবেনা আর আমরা চেয়ে চেয়ে দেখব নিঃসঙ স্বার্থপর মানুষগুলো কিভাবে হারিয়ে যায় চিরতরে।
। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।