এদিকে গোলাম আযমের সাজার প্রতিবাদে জামায়াতের হরতালে অগ্নিসংযোগ ও ভাংচুর করেছে দলের পিকেটাররা।
এ সময় পুলিশ ফাঁকা গুলি করে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ড হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গোলাম আযমের ৯০ বছরের সাজা প্রত্যাখান করে গণজাগরণ মঞ্চের সঙ্গে সংহতি প্রকাশ করে সকাল থেকে চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ করেছে সাংস্কৃতিক জোট।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, ওয়াকার্স পার্টির জেলা সভাপতি হিমাংশু সাহা, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, খেলাঘর জেলা সভাপতি রথিন চক্রবর্তী, গণ সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, মহিলা পরিষদ সভানেত্রী লক্ষী চক্রবর্তী প্রমুখ।
জামায়াতের সহিংসতা
এদিকে সকাল ৮টায় সদরের সিদ্ধিরগঞ্জের মাহমুদপুর এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে মিছিল বের করে শিবিরের ৩০-৩৫ জন নেতাকর্মী।
এ সময় তারা বাঁধন পরিবহনের একটি বাসে আগুন দেয়। এছাড়া নসিব পরিবহনের বাসসহ ৫-৬টি যানবাহন ভাংচুর করে।
এ সশয় তারা একটি হাতবোমার বিস্ফোরণও ঘটায়।
পরে পুলিশ ও র্যাবের টহল দল গিয়ে ফাঁকা গুলি করে তাদের ছত্রভঙ্গ করে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুল মতিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০ রাউন্ড ফাঁকা গুলি করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।