এ মামলায় রাকিবুলের কথিত প্রেমিকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে রাকিবুলের বাবা নজরুল ইসলাম পাঁচজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।
গ্রেপ্তার আসামিরা হলেন রাকিবুলের ‘প্রেমিকা’ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ যাত্রাবাড়ি শাখার দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তানিয়া, তার বন্ধু একই কলেজের ছাত্র হৃদয়, তানিয়ার স্কুলবন্ধু সাজ্জাদ ওরফে সায়েম এবং রাকিবুলের সহপাঠী নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র লক্ষণ কর্মকার।
অপর আসামি পলাশকে গ্রেপ্তার করা যায়নি বলে পুলিশ জানিয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, বাদী নজরুল ইসলাম মামলায় উল্লেখ করেন, তার ছেলেকে প্রেমঘটিত বিষয়ে প্রেমিকা তানিয়া ও তার বন্ধুরা ফুসলিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে।
মামলার চার আসমিকে আটক করা হয়েছে। অপর আসামিকে আটকের চেষ্টা চলছে।
ওসি আব্দুল মতিন আরো জানান, নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
নিখোঁজ হওয়ার দুদিন পর শুক্রবার সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে নটরডেম কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রাকিবুল ইসলাম অলয়ের লাশ পাওয়া যায়।
ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনালের হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।