মঙ্গলবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত চার দিন ধরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে সবুজ নামের একজন ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে মুখ্য বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন।
তিনি জানান, গ্রেপ্তারকৃতরা জামায়াত-শিবির ও হেফাজতের কর্মী এবং ওই দিন আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা ও নাশকতার সঙ্গে জড়িত।
গ্রেপ্তারকৃতরা হলেন- নাদিম (৩২), মো. সবুজ (২৬), শাহজাহান চৌধুরী (২৬), মাওলানা মফিজুর রহমান ওরফে মফিজুর (৪০), মাজহারুল ইসলাম ওরফে আজহারুল (৩৩), আবু তালহা ওরফে মোতালেব (৪০), মাওলানা হারুন অর রশিদ (৪০), আব্দুস সাত্তার (৬০), মো. মোস্তফা (৪০), সাইফুল (২২), মো. জনি (৩৭), ওমর ফারুক (৩৫), কে এম মিজান (২০), হযরত আলী (৩০), শাহাদাৎ হোসেন (৩০), মহসিন (২৫), জাকির হোসেন (২৬), মাসুম ভূঁইয়া (২৫), বেলাল হোসেন (২০)।
গত ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ও কাঁচপুরে হেফাজতে ইসলামীর তাণ্ডবের সময় দুই বিজিবি, দুই পুলিশ সদস্যসহ মোট ১৯ জন নিহত হয়, আহত হয় শতাধিক।
এ ঘটনায় দুটি হত্যাকাণ্ডসহ সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও থানায় মোট ১৫টি মামলা দায়ের করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।