আমাদের কথা খুঁজে নিন

   

না’গঞ্জে কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু

এরমধ্যে শুক্রবার শহরের পাইকাপাড়ায় পানিতে ডুবে মারা যান কলেজছাত্র হৃদয়।
একইদিন আড়াইহাজারে দুর্ঘটনায় নিহত হন মোটরসাইকলে আরোহী আলমগীর হোসেন। এছাড়া ফতুল্লায় আব্দুল মালেক নামে এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ফায়ারম্যান রফিকুল ইসলাম জানান, দুপুর সাড়ে ১২টায় শহরের পাইকপাড়া বড় কবরস্থান সংলগ্ন পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যান কলেজছাত্র হৃদয় (১৮)।
গোসলের এক পর্যায়ে হৃদয় পানিতে তলিয়ে যান।


পরে দুপুর ২টায় ফায়ার সার্ভিসের ডুবুরিরা হৃদয়কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠান। সেখান থেকে শহরের ইসলাম হার্ট সেন্টারে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় শহরের বাবুরাইল এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের বাণিজ্য বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ জানান, দুপুর ২টার দিকে পুরিন্দা বাজারে যাত্রীবাহী বাসের ধাক্কায় আলমগীর হোসেন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হন।


আলমগীর মোটর সাইকেলযোগে নরসিংদী যাচ্ছিলেন।
তিনি রূপগঞ্জের গোলাকান্দাইল নয়াবাজার নীলভিটা এলাকা ফজলুল হকের ছেলে।
এদিকে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, সকালে নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার যমুনা অয়েল ডিপোর সামনে আব্দুল মালেক (৪০)নামের এক ব্যক্তির লাশ পাওয়া যায়।
মালেক ফতুল্লার পোস্ট অফিস এলাকার দিরাজ উদ্দিনের ছেলে। তিনি মানসিক রোগী ছিলেন বলে স্বজনরা জানান।


শুক্রবার রাতে কোনো এক সময় দুঘর্টনায় তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে, বলেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.