শনিবার বিকালে ভোলাব ইউনিয়নে এই ঝড়ে বেশ কয়েকটি গ্রামের কাঁচা বাড়িঘর ভেঙে গেছে।
নিহত গীতা রানী (৬) আতলাপুর জেলেপাড়া এলাকার টগল দাসের মেয়ে এবং ভোলাব শহীদ স্মৃতি বিদ্যালয়ের ছাত্রী।
স্থানীয় ইউপি চেয়ারম্যান শামসুদ্দিন সাংবাদিকদের জানান, বিকাল সাড়ে ৫টার দিকে চারিতালুক, কুড়িআইল, আতলাপুর, কুতুবপুর, পুবেরগাঁও ও আতলাপুর বাজারে কালবৈশাখী ঝড় আঘাত হানে।
৬-৭ মিনিট স্থায়ী ঝড়ে প্রায় শতাধিক কাঁচা, পাকা ঘরবাড়ি, দোকানপাট, গাছপালা, পানের বরজ, কলাবাগানসহ বিভিন্ন স্থাপনা ভেঙে যায়।
রূপগঞ্জ থানার ওসি মাঈনুর রহমান জানান, ঝড়ে এক শিশু নিত হয়েছে। আহত হয়েছে ২০ জন। অর্ধশতাধিক বাড়ি ঘর বিধস্ত হয়েছে। গাছাপালা উপড়ে গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রাশেদ বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় অস্থায়ী মেডিকেল টিম চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।