মডারেট মুসলিম এক অদ্ভুত চিজ। এ বস্তু কাজীর গরুর মত, কেতাবে আছে গোয়ালে নেই। এই দেশের সংখ্যাগরিষ্ঠ লোক মুসলমান। কিন্তু, সত্যিকার ইনসাফ-ভিত্তিক যে ইসলাম, তা এদেশে বিন্দুমাত্র খুঁজে পাওয়া যাবে না। মুসলমানিত্ব আছে কেবল কিছু লোক দেখানো অসার আচারে।
অর্থ্যাৎ, মুসলমানের দেশে ইসলাম কায়েম হল না। আবার, এ দেশের শ’য়ে আশি জন মানুষ সর্বহারা। কিন্তু, সর্বহারার শাসন—অর্থ্যাৎ কমিউনিজম—তাও এখানে কায়েম হবার নয়। তারা ধর্মহীন(!) বিধায় দুচ্ছেই করে তাড়াবার যোগ্য। এটাই হল মডারেট মুসলিমের সংকট।
না পুরো মুসলমান, না পুরো মডারেট। না ঘর’কা না ঘাট’কা। অশ্ব-গাধাতে সংকর বিশেষ। এটাকেই বলা চলে ‘মডারেট মুসলিম কমপ্লেক্স’। সেই সাথে যদি বাঙলি—এই অবিচ্ছেদ্য উপাদনটি যোগ করেন, তা হলে তো কথাই নাই।
বারুদের গুদাম মাঝে স্ফুলিঙ্গ যথা! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।