কাগু ক্যান স্টার্ট অ্যা ফায়ার ইউজিং জাস্ট টু আইস কিউবস
মডারেটের কাছে ধর্ম হইলো শহরবাসীর কাছে গ্রামের বাড়ীর মত । সে জানে ঐটা বসবাসের অযোগ্য, কিন্তু তারপরও চায় ঐখানে কেউ থাকুক । বাড়িটা ঠিকমত রাখুক । তার নিজের জীবনযাত্রা ঐখানে চলবে না, ঐখানে কিছুই নাই । ঐখানে থাইকা নষ্ট করার মত মূল্যহীন তার জীবন না । কিন্তু গরীব জ্যাঠাতো ভাইটা ঐখানে থাইকা বাড়ি পাহারা দিক । গরীবের আধুনিক সুযোগ সুবিধার দরকার নাই ।
ছয় বছরে একবার মন উদাস হইলে সে ঐখানে গিয়া হাওয়া খাইয়া আসতে পারবো ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।