.এই ব্লগে যে কয়টি পোস্ট আছে, সেগুলোর মন্তব্য সরাসরি প্রকাশিত হবে না। এই অক্ষমতার জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।
ইদানিং খুব শুনি শব্দবন্ধটা । আমরা নাকি "মডারেট মুসলিম" , আমাদের দেশটা মডারেট মুসলিম কান্ট্রি । মডারেট শব্দটা শুনতে খুব ভালো , নিজের আর নিজদেশের নামের আগে মডারেট শব্দটা বেশ ভালোই লাগে ।
কিন্তু একটু চিন্তা করলেই আর তল পাই না । মডারেট মুসলিম বলে কি আদৌ কোন বস্তু থাকা সম্ভব ?
একজন মুসলিম বাই ডিফল্ট নিজে মডারেট , সেখানে শ্রেনীবিভাজন থাকতে পারে না । ইসলামের আবির্ভাব হিসেবে বলা হয়েছে , এটি পূর্বতন সব ধর্মগুলোকে খারিজ করে , সৃষ্ঠিকর্তার পক্ষ থেকে সবচাইতে আধুনিক হিসেবে নাজেল হয়েছে । অর্থাৎ এর পরে আর ধর্মের মডিফাই সম্ভব না , আল্লাহ নিজেই সেই পথ রুদ্ধ করে দিয়েছেন , কারন তিনি জানিয়েছেন আর কোন নবী রাসুলকে প্রেরন করা হবে না । যদি আর কোন নবী রাসুল না আসেন , তাহলে ধর্মের আর কোন মডিফিকেশন সম্ভব নয় , সেক্ষেত্রে কোরআন , যেটি সর্বশেষ ধর্মগ্রন্থ আল্লাহর পক্ষ থেকে সেটিকেই সর্বাধুনিক ধরে নিয়ে আগাতে হবে মুসলমানদের ।
তাহলে কোরআন নাজেল সম্পন্ন হওয়ার পরে এবং রাসুল ( সা : ) এর মৃত্যুর পরে পরেই যে ইসলাম রয়ে গেল , সেটাই মডারেট ইসলাম । তারপরের সবগুলোই আসলে মডারেশন নয় , বিচ্যুতি ।
এখন চৌদ্দশ বছর পরে , আমাদের চিন্তা চেতনায় কিছু পরিবর্তন এসেছে । বাংলাদেশে একাধিক বিয়ে করতে হলে পূর্ববর্তী বউয়ের লিখিত অনুমতি লাগে , ইসলাম ধর্ম সেটা সমর্থন করে না । অন্তত আমি এমন কোথাও পাইনি ।
এখানে চুরি করলে হাত কাটা হয় না , এখানে বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের কারনে কাউকে মাটিতে পুতে পাথর মেরে হত্যা করা হয় না , এখানে আপামর জনগনের ভোটাধিকারের মাধ্যমে অমুসলিমেরও রাষ্ট্রক্ষমতায় আসীন হতে কোন বাধা নেই , এখানে ব্যাংকিং ব্যবস্থায় সুদ চালু আছে , এরকম হাজারটা উদারহন দেয়া যায় ।
এগুলো কি ইসলামের আধুনিকীকরন নাকি বিকৃতিকরন ?
মডারেট মুসলিম নামের এইসব ইসলাম ত্যাগী মুসলিমদের শাস্তির বিধান কী ইসলামে ? সেটা চিন্তা করে মাঝে মাঝে ভয়ে ঘুম ভেঙ্গে যায় মাঝরাতে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।