ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) সুমন্টোগ্রাফি এর স্বত্বাধিকারী আর.এইচ.সুমন এর জ্বালায় আপনারা অতিষ্ঠ হয়ে উঠেছেন সম্ভবত !!! এই দুষ্টু বালক তার সীমিত জ্ঞান নিয়ে ফটোগ্রাফি প্র্যাক্টিস করছে আর আপনাদের চোখের বারটা বাজিয়ে চলেছে অনবরত !!! আসুন আজ সেই আর.এইচ.সুমন এর উৎপত্তিস্থল দেখে আসি !! ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# বাড়ি গুলো তৈরির কাজ শুরু হয়েছিলো বাংলা ১২০০ সালের পরের দিকে !!! এই বাড়ি গুলোর বেশির ভাগ সরঞ্জাম বিশেষ করে ছাদের বীম গুলো শাল কাঠ ও ট্রেন এর লাইন এর লোহার পাত বা যার উপর দিয়ে ট্রেন যায় ঐ জিনিস !! যে গুলো সে সময় ভারত থেকে আনা হয়েছিলো !! তবে ইট তৈরি হয়েছিলো নিজেদের এখানেই এবং আরও আশ্চর্যের বিষয় হলো সব ইট হাতে বানানো !! এবং তারপর বড় চুলায় পুড়ানো !!! কোন ইট ভাটার প্রচলন সম্ভবত এই অঞ্চলে কিনা বলতে পারবো না ! একটি বাড়িতে প্রধান মিস্ত্রি এর নাম লেখা আছে " শ্রী ভাজন মিস্ত্রি " এসব মানুষের কোন একাডেমিক আর্কিটেকচারাল জ্ঞান না থাকলেও তারা যা করে রেখে গেছে সে সময় তা সত্যিই অবিশ্বাস্য !! ইচ্ছে ছিলো প্রথমে বাড়িঘরের ছবি আরও তোলার কিন্তু ব্যস্ততা ও পরে সময় না পাওয়া বিশেষ করে মনে না থাকার কারণে আরও বিশদ ভাবে দেখানো সম্ভব হলো না !!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।