ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) বিপি (বাংলাদেশী ফটোগ্রাফার্স) এর সৌজন্যে গত ২৯ তারিখে হয়ে যাওয়া ফটোওয়াক এ গিয়েছিলাম নারায়নগঞ্জের বারাদি/বারদি (বাংলায় নামটা সঠিক কি হবে বুঝতে পারছি না) । মেঘনা নদীর তীরের অনাবিল সৌন্দর্য্য ধারণ করতে প্রায় ৩০ জনের একটি ফটোগ্রাফার্স দল সেখানে যায় .। সেই দলে আমি , রাষ্ট্রপ্রধান ভাই এবং প্রায় অর্ধ দিবস পরে আমাদের ম্যাক্রো স্পেশালিস্ট জাহিদুল হাসান ভাই অংশ নিয়েছিলাম । যদিও জাহিদ ভাই এর ছবি তোলার জন্য লোকেশন খোজার চেয়ে বেশি সময় কেটেছে রাস্তা খুজতে ...। উনি দুর্ভাগ্যবশত রাস্তা হারিয়ে বিপাকে পড়েছিলেন ভোর ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ হয়েছিলো এই ফটোওয়াক .। এখন ঐ কাহিনী বলতে গেলে এই পোস্টের ও বারোটা বেজে যেতে পারে আসেন ছবি দেখা শুরু করি .......... ১# ২# ৩# ৪# ৫# ৬# ৭# ৮# ৯# ১০# ১১# ১২# ১৩# ১৪# ১৫# ১৬# ১৭# ১৮# ১৯# ২০# ওখানে গিয়ে রৌদ্রের তাপে আর বড় বড় ফটোগ্রাফারদের চাপে আমার এবং আমার ক্যামেরা দুজনেরই চার্জ শেষ হয়ে গিয়েছিলো .... ছবি তুলা রেখে ক্যামেরা ওপেন রেখেই ওনাদের বড় বড় আর দামী দামী লেন্স এবং কার্যকলাপ হা করে গিলছিলাম ,, আর ভাবছিলাম "একদিন আমার দিকেও মানুষ এমন করে তাকাবে " দোয়া কইরেন সবাই ' আমার দিবা স্বপ্ন যেন সত্যি হয়' ..।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।