ছন্নছাড়া বাঁধনহারা দস্যি একটা ছেলে ,, দিবানিশি ক্যামেরা চালায় আহার নিদ্রা ফেলে :) :) আজ ২৫ তারিখ খ্রিষ্টান ধর্মালম্বীদের বিশেষ এবং সব থেকে আনন্দের একটি দিন । আর আজ আমার এবং আমাদের সব থেকে প্রিয় ব্লগার জিসান শা ইকরাম ভাই এর জন্ম দিন ! আজ এই বিশেষ দিনে ঐ বিশেষ মানুষের জন্মদিন এবং আমাদের নিকটতম ঐ ধর্মালম্বীদের ধর্মীও অনুষ্ঠানের সুখ সমৃদ্ধি কামণা করে এই পোষ্ট ঐ দুই উপলক্ষ্যের উদ্দেশ্যে উৎসর্গ করা হলো................ ১/ একটু উষ্ণতার জন্যে !! ২/ মানব জীবন হত যদি এমন সমান্তরাল !!! হয়তো সেথায় থাকতো না সুখের কোন আকাল !!! ৩/ তিব্র শীত ও দারিদ্রতার মাঝেও সদা হাস্যজ্জল , সম্পর্কের উষ্ণ বাধনে ! ৪/ বনের ছোট্ট একটি ফুল ! ৫/ আমাদের ফুল ছোট্ট ফুল ..! ৬/ ওরা নিশাচরী ........!! জিসান ভাইয়া দেরি হয়ে গেলেও লেট হয়ে যাওয়ার ভয়ে আগেই পোষ্ট দিয়ে দিলাম !! যায় বলেন আপনার জন্মদিনের কেকটা চরম মজা হয়েছে !!! খ্রীষ্টধর্মালম্বী ভাই ও বোন সবাইকে শুভেচ্ছা !!!!!! হ্যাপি ক্রিসমাস ডে !!!!!!!!!!!!!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।