আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা

শেয়ারবাজারের সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার আদেশ দিয়েছে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। যেসব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা নয়, তাদের আগামী ১ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। "আর ৪ ডিসেম্বর থেকে ১০ টাকা অভিহিত মূল্যে সব প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হবে।" আদেশে বলা হয়, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত যেসব কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা নয়, সেসব কোম্পানি ও মিউচুয়াল ফান্ডকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে সব আনুষ্ঠানিকতা পালন করে ৪ ডিসেম্বর থেকে ইউনিফর্ম অভিহিত মূল্যে অর্থাৎ, অভিহিত মূল্য ১০ টাকার মাধ্যমে ট্রেডিং শুরু করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.