আমাদের কথা খুঁজে নিন

   

সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা হচ্ছে

আমি একজন সাধারণ ব্লগার আগামী ১ ডিসেম্বর থেকে পুঁজিবাজারে সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নিয়েছে এসইসি। মঙ্গলবার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে পুঁজিবাজার নিয়ন্ত্রণ সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) মুখপাত্র সাইফুর রহমান জানিয়েছেন। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি হবে বলে জানান তিনি। এ জন্য ১০ টাকার বেশি দামের সব শেয়ারের অভিহিত মূল্য পরিবর্তনের অভিন্ন রেকর্ড ডেট ৩০ নভেম্বর। এদিন এসব শেয়ারের লেনদেন হবে না।

বছর খানেক আগে অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত নেয়। সে সময়ে কোনো বাধ্যবাধকতা ছিলো না। অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে কয়েকটি কোম্পানি শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করে। পুঁজিবাজারে দর পতনের পর গঠিত তদন্ত কমিটিও সব শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করা সুপারিশ করেছিলো। কমিটি বলেছিলো, একটি চক্র যুক্তিসঙ্গত কোনো কারণ না থাকা সত্ত্বেও অভিহিত মূল্য পরিবর্তনের সুযোগে শেয়ারের দাম বৃদ্ধি করে।

তদন্ত কমিটির সুপারিশেই সব শেয়ার মিউচুয়াল ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা করার সিদ্ধান্ত হয়েছে বলে সাইফুর জানান। তিনি বলেন, এসইসির সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা পুননির্ধারণ না করলে ওই সব শেয়ার লেনদেন স্থগিত করে দেওয়া হবে। এসইসির নির্বাহী পরিচালক সাইফুর বলেন, মঙ্গলবারের কমিশনের বৈঠকে আরো দুটি সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের রিপিট পাবলিক অফারিং (আরপিও) অনুমোদন হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি বাজারে ৬২ লাখ ৭৪ শেয়ার ছাড়বে।

এছাড়া সরকারি অংশটিও শেয়ারে রূপান্তরিত হবে। ৪০০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ারের মূল্য ৫০০ টাকা। এছাড়া ব্যাংক এশিয়ার প্রতি চারটি শেয়ারের বিপরীতে একটি রাইট অনুমোদন হয়েছে বলে জানান সাইফুর। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.