প কোম্পানি নিজেই যদি শেয়ারের উপর যাকাত প্রদান করে তা হলে শেয়ার মালিককে তার মালিকানাধীন শেয়ারের উপর যাকাত দিতে হবে না। কোম্পানি যাকাত প্রদান করতে পারবে যদি কোম্পানির উপ-বিধিতে এর উল্লেখ থাকে অথবা কোম্পানির সাধারন সভা্য় এ ব্যাপারে সি্দ্ধান্ত গৃহিত হয় অথবা শেয়ারমালিকগন কোম্পানিকে যাকাত প্রদানের ক্ষমতা প্রদান করে। কোম্পানি নিজে শেয়ারের উপর যাকাত প্রদান না করলে শেয়ার মালিককে নিন্মোক্ত উপায়ে যাকাত দিতে হইবে ঃ ১/ শেয়ার মালিক যদি শেয়ারগুলো বার্ষিক লভ্যাংশ অর্জনের কাজে বিনিয়োগ করে, তা হলে যাকাতের পরিমান নিন্মোক্ত উপায়ে নির্নয় করা হবে ঃ (ক)শেয়ার মালিক যদি কোম্পানির হিসাব পত্র যাচাই করে তার মালিকানধীন শেয়ারের বিপরীতে যাকাতযোগ্য সম্পদের পরিমান জানতে পারেন, তাহলে তিনি ২.৫% হারে যাকাত প্রদান করবেন। (খ) কোম্পানির হিসাব পত্র সম্পরকে যদি তার কোনো ধারনা না থাকে তাহলে তিনি তার মালিকানধীন শেয়ারের উপর বার্ষিক অর্জিত মুনাফা যাকাতের জন্য বিবেচ্য অন্যান্য সম্পত্তির মুল্যের সংগে যোগ করবেন এবং মোট মুল্য নিসাব পরিমান হলে ২.৫% হারে যাকাত প্রদান করবেন। ২/ শেয়ার মালিক যদি শেয়ার বেচা কেনার ব্যবসা ( মুলধনীয় মুনাফা ) করার জন্য শেয়ারগুলো ব্যবহার করেন তাহলে যেদিন যাকাত প্রদেয় হবে , শেয়ারের সেইদিনের বাজারমুল্য ও ক্রয় মুল্যর মধ্যে যেটি কম তারই ভিত্তিতে মুল্যায়ন করে ২.৫% হারে যাকাত প্রদান করবেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।