আমাদের কথা খুঁজে নিন

   

বাল্য বিবাহের সুফল/কুফল - একটি ফটো ব্লগ

প্রথমেই বলে রাখছি এ কাহিনী সম্পূর্ণ লেখকের কল্পনাপ্রসূত। কারো ব্যক্তিগত জীবনের সাথে মিলে গেলে লেখক দায়ী নন। সময়: দিবানিদ্রার জন্য আদর্শ সুন্দর এক দুপুরের শেষ ভাগ সিংহী: কখন থেকে বলছি, ঘরে কোন খাবার দাবার নেই, বাজার থুক্কু শিকার করে কিছু নিয়ে আস, খালি ঘুম আর ঘুম সিংহ: আরে কেবল চোখটা বুজে এসেছে তখন ই দিলা ঘুমটা চটকাইয়া সিংহ: আচ্ছা, কি কইতেছিলা কও..ঠিক মতো শুনিনাই তখন, রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা খালি শিকার এর প্যানপ্যান সিংহী: হুমম আমি তো খালি প্যান প্যান করি, বাপজান তথনই বলছিল কম বয়সী কাউরে বিয়া না করতে.... .জীবনে কি ভুল ই না করেছি সিংহ: কি ই ই ই আমারে বিয়া করে তুমি জীবনে ভুল করেছ? সিংহ: ধুস শালা শিকারের ক্ষ্যাতা পুড়ি, আমারে এখান থেকে কেউ উঠাতে পারবে না। কত ভাল ভাল সিংহী ছিল আশেপাশে...কি ভুল ই না করেছি এই বেটীরে বিয়া করে সিংহী: কি বললা, কি বললা...আমারে বিয়া করা ভুল হয়েছে? এত বড় কথা তুমি বলতে পারলা? সিংহের বাচ্চা: আম্মা এখন তো দুধ দিয়া চালিয়ে দিলা, রাতের মেনুতে কি আছে? সিংহী: যাওনা বাবু শিকারে, বাচ্চাদের দিকে তাকিয়ে অন্তত শিকারে যাবা নাকি? আমি কয়দিক সামলাবো? সিংহ: ওহ এই বয়সের প্রেম দেখলে বুকে ধাক্কা লাগে....কত রোমান্স এদের লাইফে? ক্যান যে এত বেশী বয়সে বিয়া করলাম সিংহ: দেখছো, এরে কয় রোমান্স...তোমারে কিছু কইলেই তো মাথা ব্যাথা, পেট ব্যাথা শুরু হইয়া যায় সিংহী: বুড়া বয়সে খালি রোমান্স আর রোমান্স, আপনার কি ভীমরতী ধরছে নাকি? ছবি কৃতিত্ব: ২/১ টা বাদে বাকী সকল ছবি তোলার কৃতিত্ব আমার স্ত্রীর ছবি তোলা হয়েছে: মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, কেনিয়া

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.