বাল্যবিবাহ নিয়ে বহু লেখালেখি আমরা পড়েছি কিনতু বাল্যতালাক শব্দটি আমার নিকট অপরিচিত। আর যখনই এরকমের একটি খবর আমার সামনে এলো তখন সামহো এর সম্মানিত ব্লোগাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। গতকাল ইয়ামেনের রাজধানী সানায় ইয়ামেনী ট্রাইবুনালের অনুমোদনে শিশু স্বামী আরওয়া আবদু মোহাম্মদ (৯) ও শিশু স্ত্রী নজুদ আলির (৮) বিবাহ বিচ্ছেদ আনুষ্ঠানিকতার সাথে সম্পন্ন হলো।
সৌদি আরব,ইয়ামেনে বাল্যবিবাহের বিরুদ্বে কোন আইন ও বিধি নিষেধ নাই যদিও সারা বিশ্বে বাল্যবিবাহের বিপক্ষে ব্যপক জনমত রয়েছে এরং সংখ্যাগরিষ্ঠ দেশে বাল্যবিবাহ রাষ্ট্রীয় পর্যায়ে নিষিদ্ধ করা হয়েছে
একটি জরীপে জানা যায় ইয়ামেনে শতকরা ৫২ ভাগ দম্পতি প্রাপ্ত বয়সের পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।