আমাদের কথা খুঁজে নিন

   

বাল্য বিবাহ দেয়ায় কুড়িগ্রামে কাজীসহ ৩ জনের শাস্তি

আরশীতেমুখ কুড়িগ্রাম, ০৭ জুলাই (স্যামহুয়ারইন)-- কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাল্য বিয়ে দেয়ার অভিযোগে মেয়ের বাবা, মামা ও কাজীকে জেল-জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ভ্রাম্যমান আদালত বসিয়ে এই শাস্তিমূলক আদেশ দেন। দণ্ডাদেশ প্রাপ্তদের মধ্যে মেয়ের বাবা জরিমানা দিয়ে ছাড়া পেয়েছেন। অপর দু’জনকে আজ বিকালে জেল হাজতে পাঠানো হয়। জানা যায়, সদর উপজেলার চন্দ্রখানা গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন (১৭)’র সাথে একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে আরজিনা (১৪) এর এক মাস আগে বিয়ে হয়।

মেয়ের মামা নজরুল ইসলাম একই ইউনিয়নের কাজী আশরাফুজ্জামানকে মোটা অঙ্কের টাকা ঘুষ দেয়ার লোভ দেখিয়ে তার বাড়িতে ভাগ্নির বিয়ে দেয়। বিয়ের এক মাস অতিবাহিত হলেও কাজীর ঘুষের টাকা না দেয়ায় বৃহস্পতিবার সকালের দিকে তাদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তাদের বাগবিতণ্ডার ফলে বাল্যবিবাহের খবর পেয়ে পুলিশ ছেলে ও মেয়েকে থানায় নিয়ে আসে। পরে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান থানায় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্য বিয়ে দেয়ার অভিযোগে মেয়ের পিতা আব্দুর রহমানকে ১ হাজার টাকা জরিমানা, মেয়ের মামা নজরুল ইসলামকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও কাজী আশরাফুজ্জামানকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দণ্ডিত করা হয়। এ ব্যাপারে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোনায়েম হোসেন বলেন, ‘এ ঘটনার মধ্য দিয়ে সিভিল প্রশাসন এবং পুলিশ প্রশাসন বাল্য বিয়ে প্রতিরোধে দৃঢ় অবস্থান নিয়েছে।

আমরা কোনভাবেই বাল্য বিবাহের ঘটনাকে বরদাস্ত করব না’। স্যামহুয়ারইনডটনেট/প্রতিনিধি/এএফ/এসএম_২২৩৮ ঘ. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.