আমাদের কথা খুঁজে নিন

   

বাল্য প্রেম এবং কিছু স্বপ্ন।

পর্ব নং:০১ আমি যখন প্রাথমিক বিদ্যালয়ে পরতাম তখন হয়তো বুঝতাম না প্রেম কি, কিন্তু তখন থেকেই ভাল লাগত ক্লাশমেট শাম্মি কে। তখন থেকেই শুরু হয় ভাল লাগা । তাকে নিয়ে বেশি ভাবতাম। ও অংক না পারলে করে দেয়া, একসাথে সারাদিন স্কুলে দুস্টমি করা। এভাবেই কেটে গেল প্রাথমিক শিক্ষা।

১৯৯৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হলাম। এখানে এসে এই প্রথম আমদের আলাদা ক্লাশ রুমে ক্লাশ করা শুরু। এর আগে সেকশন দুটো থাকলেও এক সেকশনে ছেলে মেয়ে উভয়ই থাকত। কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ে সেকশন ভাগ হল এভাবে, এক সেকশনে শুধু ছেলে এবং অন্য সেকশনে শুধু মেয়ে। তারপর ও আমরা থেমে নেই, ক্লাশ এর বিরতিতে আমাদের দেখা হত।

প্রত্যেকটি ক্লাশ এর পর আমরা দেখা করতাম। লেইজারের সময় আমরা একসাথে খেতাম। শাম্মি ছারা আর কারো সাথে তেমন কথাবার্তা হত না। এভাবে চলতে থাকল। এভাবে ৬ষ্ঠ শ্রেনী শেষ হল।

বরাবরের মত এবারও ১ম স্থান অধিকার করলাম। যেহেতু হাই স্কুলে বিভিন্ন প্রাইমারি থেকে ছাত্রছাত্রী এসেছে এবং আমি সকলের মধ্যে ১ম হয়েছি তাই স্বাভাবিক ভাবেই ৭ম শ্রেনীতে সবার নজরে পরলাম। আস্তে আস্তে বন্ধুবান্ধব বাড়তে থাকল। আশ্চর্য্য ব্যাপার হল ৭ম শ্রেনীতে ছেলে এবং মেয়েদের কে একই ক্লাশরুম দেয়া হল। চলবে........... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.