যখন আমি কোন সমস্যায় পড়ি তখনি এখানে লিখি মানুষ নাকি আরামে থাকে না। সব সময়ই কষ্ট পায়। কই আমি তো অনেক সুখে আছি।
কয় দিন আগে আমি রাস্তার সাথে অ্যাকসিডেন্ট করি।
মানে আরকি রাস্তার আমার সাথে মোলাকাত করার ইচ্ছা হইছিল তাই আমারে একটু তার বুকে টাইনা নিছিলি।
কিন্তু সে তো আর জানেনা যে তার সাথে মোলাকাত করতে গেলে আমার কত ক্ষতি হবে।
অবশ্য দৌড়ের উপর দেখা হইছে তো তাই বেশী কিছু হয়নাই খালি দুই হাটুর কাছে একটু আরকি ইয়ে হইছে।
ভাল হইয়া যাবে। মানুষের তো আরও কত বড় বড় সমস্যা হয় আমার তো কিছুই না।
কিন্তু আমি তো আর সাধারন ভাবে হাটতে পারিনা হাটলেই হাটু সিগন্যার দেয় যে সেখানে ক্ষত আছে তাই ল্যাংচাইয়া ল্যাংচাইয়া হাটতে হয়।
মানুষ আমার দিকে মায়া মায়া দৃষ্টিতে তাকাইয়া থাকে। আহারে ছেলেটার কি কষ্ট!!!
আমার একটু কষ্ট যে হয়না তা না। কিন্তু সেটা তেমন কিছুনা।
আমার খালি মনে হয় কতদিন হল হাটুটা ভাজ করিনা।
হাটু ভাজ করার মত আরাম মনে হয়।
আর কিছুই নাই।
আর হাটু ভাজ করতে না পারা যে সেটা কেমন পরীক্ষা করার ইচ্ছা থাকলে একটু হাটু ভাজ না কইরা টয়লেট থাইকা বেড়াইয়া আইসেন।
তাইলেই বুঝবেন কত সুখে আছেন!!!!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।