...............................................................................................................................................................। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেমে শুধু ভারতে নয় ইতমধ্যে নিজেকে বিশ্বের দরবারে ভালোভাবে চিনিয়েছেন আন্না আজারে। এবং শেষ পর্যন্ত লড়াইয়ের ফলাফল নিজের অনুকুলে আসতে বাধ্য হয়। তিনি বিশ্বকে চোখে আঙ্গুল দিয়ে আরো একবার বুঝিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে সবই সম্ভব। দুর্নীতির ছোয়া কোথায় নেই?এ প্রশ্নের কোন সুনির্দিষ্ট উত্তর নেই।
কারন,দুর্নীতির ছোয়া সব জায়গাতেই লেগে আছে। কোথাও এর প্রভাব কম দেখা যায় আবার কোথাওবা বেশি। এর অধিমাত্রা সমাজে প্রকট ভাবে প্রভাব ফেলে। এই ব্যাধি ধ্বংস করে দেয় সবকিছু। আমাদের দেশে এ ব্যাধির আধিপত্য নিয়ে নতুন করে কিছু নাই বা বললাম,সত্যিকার অর্থে বলার প্রয়োজন নেই কেননা আমরা এর সাথে গভীর বন্ধনে আবদ্ধ।
যার প্রমান আমরা অনেক বার দিয়েছি এবং সারা বিশ্ব ও তা ভালোভাবে দেখেছে। আমরা দুর্নীতিতে বেশ কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছি। সুতরাং একজন আন্না হাজারের উদ্ভব আমাদের দেশেই প্রথমে হওয়ার কথা। কিন্তু তা হল না। এই ছোট্ট দেশটাকে নিয়ে কি পরিমান হলি খেলা হচ্ছে তা সবার চোখেই স্পষ্ট।
বহুদিন ধরেই হিংসার মেলা বয়ে যাচ্ছে আমাদের রাজনইতিক অঙ্গনে। সভ্য জাতির নামের তালিকা থেকে বহু আগেই আমাদের নাম কাটা গেছে। একটা ভঙ্গুর অবস্থা থেকে ৭১-এ আমরা ঘুরে দাড়িয়েছি,কাধে কাধ রেখে হাতে হাত রেখে,সুরে সুর মিলিয়ে একতা বদ্ধ হয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি,গোরবের জাতি হিসেবে,সাহসী জাতি হিসেবে বিশ্বের কাছে নিজেদের মাথা উচু করেছি। প্রমান দিয়েছি একতাই বল। ক্রমান্বয়ে আমাদের সব গর্ব ধুলায় পর্যবশিত হয়।
সারা বিশ্ব যখন প্রতি মুহুর্তে দোড়ে এগিয়ে যাচ্ছে আমরা বসে থাকবো কেন?দোড়াতে না পারি বসে না থেকে আমাদের অন্তত হাটা শুরু করা উচিত। বর্তমান সময়ের শক্তি তারুন্য। এখন তরুনদের যুগ। তাদের জাগিয়ে তুলতে হবে। তারা একসাথ হলেই সব অজেয় জয় হবে।
আমরা যেহেতু বীরের জাতি হিসেবে অতীতে প্রমান দিয়েছি সুতরাং আমাদের জন্য দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে পেরে উঠা কোন কঠিন কাজ নয়। আমার বিশ্বাস বাংলাদেশের সকল তরুন এর পক্ষে থাকবে,এবং সাহস যোগাতে প্রস্তুত। আমাদের দেশেও ন্যায়পাল নিয়োগ করতে হবে। প্রধানমন্ত্রীসহ সরকারি প্রশাসন কে দুর্নীতির দায়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে কোন বাধা থাকবে না। দেশে আইনের শাসন শক্তিশালী হবে এবং দুর্নীতিও কঠোর আকার ধারন করতে পারবেনা।
তবে এখন অবশ্যই মানুষের ধারনার পরিবর্তন হয়েছে। আন্না হাজারের সফলতা দেখে অনুপ্রানিত হওয়ার কথা। একজন আন্না হাজারের যে বড় দরকার হয়ে পড়েছে এই দেশে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।