আমাদের কথা খুঁজে নিন

   

বিসিবির নির্বাচনের প্রস্তুতি শুরু

সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অ্যাডহক কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির গণমাধ্যম ও যোগাযোগ কমিটির সভাপতি জালাল ইউনুস বলেন, “সভার প্রধান এজেন্ডা ছিল বিসিবির নির্বাচন। নির্বাচন কমিশন গঠন করার জন্য এক-দুদিনের মধ্যে এনএসসিকে চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। ” “কাউন্সিলরদের তালিকা পাঠাতে ১০ দিন সময় দিয়ে ১২ অগাস্ট সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হবে। ” বিসিবির কাছ থেকে কাউন্সিলরদের তালিকা পাওয়ার পর যাচাই-বাছাই করে তফসিল ঘোষণা করবে এনএসসি। নির্বাচন নিয়ে প্রস্তুতির পাশাপাশি আবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদল বা নিলাম ও লিগ শুরু করার তারিখ ঘোষণা করেছে বিসিবি।

এ নিয়ে পঞ্চমবারের মতো এই তারিখ ঘোষণা করা হলো। জালাল ইউনুস বলেন, “২৫ অগাস্ট দলবদল ও ৩ সেপ্টেম্বর থেকে লিগের খেলা শুরু হবে। কয়েক দিন আগে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে দেখা করে ক্লাব সমিতি জানিয়েছে, ঐ সময়ে লিগে অংশ নিতে তাদের আপত্তি নেই। ” “ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই সুপার লিগে খেলতে রাজি হওয়ায় বর্ষপঞ্জি এখনই চূড়ান্ত করা হয়নি। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলার সময় সুপার লিগ হলে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই তৃতীয় বিপিএল হতে পারে।

” ৩১ অগাস্টের মধ্যে দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএলে অংশ নেয়া ক্রিকেটারদের বকেয়া পরিশোধের কথা ফ্র্যাঞ্চাইজিগুলোর। কিন্তু এখনো অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি ২৫ শতাংশের বেশি পাওনা পরিশোধ করেনি। এ প্রসঙ্গে জালাল ইউনুস বলেন, “ফ্র্যাঞ্চাইজিগুলো বকেয়া পরিশোধ না করলে বিসিবি ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই ঈদের আগেই স্থানীয় ক্রিকেটারদের ৫০ শতাংশ অর্থ পরিশোধের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ” ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দশ বছরের জন্য নিষিদ্ধ আম্পায়ার নাদির শাহ গত জুনে শাস্তি কমানোর জন্য আবেদন করেছেন।

জালাল ইউনুস জানিয়েছেন, “নাদির শাহর নিষেধাজ্ঞার মেয়াদ এক বছরও হয়নি। তাই তার শাস্তি কমানোর আবেদন বিবেচনা করার সময়ও এখনো আসেনি। ”

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.