মেসিকে নিয়ে রোনালদো আবারও বাজি ধরলেন। ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকার রোনালদো মনে করেন, এবারো ফিফা ব্যালন ডি’অর জিতবেন লিওনেল মেসি। গত চার বারই ফিফা বর্ষসেরা ফুটবলারের এই পুরস্কার বার্সেলোনার আর্জেন্টাইন তারকার হাতে উঠেছে।
এবারের ফিফা ব্যালন ডি অ’র জিতবেন কে? গত কয়েক বছরের মতো এবার উত্তরটা মেসি এবং তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে ঘুরপাক খাচ্ছে না। এবার আলোচনায় সমানভাবে আছেন ফ্র্যাঙ্ক রিবেরিও।
গত মৌসুমে বায়ার্ন মিউনিখের ‘ট্রেবল’ জয়ে এই ফরাসি ফরোয়ার্ডের বিশাল অবদানই তার কারণ।
গত মৌসুমে যথারীতি মেসির দুর্দান্ত নৈপুণ্যে লা লিগা জিতেছিল বার্সেলোনা। তবে এ মৌসুমের একটা বড় অংশ চোটের কারণে বাইরে থাকতে হচ্ছে মেসিকে। ওদিকে রোনালদো একের পর এক গোল করে ফিফা বর্ষসেরার লড়াইয়ে বেশ এগিয়ে গেছেন। ২০১২-১৩ মৌসুমে ইউরোপের সেরা ফুটবলারের পুরস্কার জিতে নিজের দাবি জোরদার করেছেন রিবেরিও।
বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করা রোনালদো অবশ্য এসব হিসাব-নিকাশের ধারে-কাছেও যেতে রাজি নন। ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক বলেন, আমার মনে হয় মেসিই ব্যালন ডি’অর জিতবে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।