আগামী ৭ জুন কলম্বিয়াকে স্বাগত জানাবে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তার চার দিন পর খেলবে ইকুয়েডরের মাঠে। ১৪ জুন গুয়েতেমালার মাঠে একটি প্রীতি ম্যাচেও আর্জেন্টিনার এই দলটি খেলবে।
মেসির চোট নিয়ে সামান্য দুশ্চিন্তা থাকলেও অন্যরা সুস্থ আছেন। দলে আছেন দুই স্ট্রাইকার রিয়াল মাদ্রিদের গঞ্জালো হিগুয়াইন ও ম্যানচেস্টার সিটির সার্জিও অ্যাগুয়েরো।
তবে জায়গা হয়নি কার্লোস তেভেজের। আলেহান্দ্রো সাবেইয়া আর্জেন্টিনার কোচের দায়িত্ব নেয়ার পর থেকেই ম্যান সিটির এই ফরোয়ার্ড উপেক্ষিত। জাতীয় দলের হয়ে তেভেজ সর্বশেষ খেলেছিলেন ২০১১ সালে।
২০১৪ বিশ্বকাপের বাছাইপর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান শীর্ষে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে আছে ইকুয়েডর (২০ পয়েন্ট), কলম্বিয়া (১৯) ও চিলি (১৫)।
ইকুয়েডর ও কলম্বিয়া অবশ্য একটি করে ম্যাচ কম খেলেছে।
আর্জেন্টিনা দল:
গোলরক্ষক: মারিয়ানো আন্দুজার, সার্জিও রোমেরো।
ডিফেন্ডার: হোসে বাসান্তা, হুগো ক্যাম্পেগনারো, ফ্যাব্রিসিও কলোচ্চিনি, ফেদেরিকো ফার্নান্দেজ, এজেকুইয়েল গ্যারে, মার্কোস রোজো, পাবলো জাবালেতা।
মিডফিল্ডার: এভার বানেগা, লুকাস বিগলিয়া, অ্যাঞ্জেল ডি মারিয়া, অগাস্তো ফার্নান্দেজ, পাবলো গুইনাজু, এরিক লামেলা, হাভিয়ের মাসচেরানো, ওয়াল্টার মন্তিলো, হোসে সোসা।
ফরোয়ার্ড: সার্জিও অ্যাগুয়েরো, গঞ্জালো হিগুয়াইন, এজেকুইয়েল লাজেজ্জি, লিওনেল মেসি, রড্রিগো প্যালাসিও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।