সেমিফাইনালের প্রথম লেগে ৪-০ গোলের জয়। বলতে গেলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এক পা দিয়ে রেখেছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। তবে দ্বিতীয় লেগের ম্যাচটা বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে হবে বলে যথেষ্টই সতর্ক বায়ার্ন।
বায়ার্নের স্ট্রাইকার টমাস মুলার জানিয়েছেন, ন্যু ক্যাম্পের লড়াইয়ে তাঁর মূল ভয় লিওনেল মেসিকে নিয়ে। বার্সার আর্জেন্টাইন এই সুপারস্টারের ব্যাপারে সতীর্থদের সতর্কও করেছেন তিনি।
দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল রাতে। ম্যাচ সামনে রেখে আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে মুলার বলেন, ‘ন্যু ক্যাম্পে বার্সা সম্পূর্ণ ভিন্ন এক দল। প্রথম লেগের চেয়ে ওরা আরও বেশি আক্রমণাত্মক হয়ে খেলবে, আমাদের গোলবার লক্ষ্য করে বেশি করে শট নেবে। বলের নিয়ন্ত্রণটাও ওদের হাতে থাকবে। আমি মনে করি, এ ম্যাচে ভিন্ন এক মেসিকে দেখতে হবে আমাদের।
’
মুলার বলেন, ‘সবাই জানে, মেসি বার্সার প্রাণভোমরা। কেউ যদি প্রতি মৌসুমে ৫০টি করে গোল করে তখন এটা স্পষ্ট যে দল তাঁর ওপর নির্ভর করে। আমি জানি না, প্রথম লেগে মেসির ফিটনেসের কী অবস্থা ছিল। পরেরই ম্যাচেই সে বদলি খেলোয়াড় হিসেবে নেমে একটি গোল করেছে। আমার মনে হয়, সামনের ম্যাচে মেসিকে নিয়েই ব্যস্ত থাকতে হবে আমাদের।
’
মুলারের সতীর্থ বাস্তিয়ান শোয়েনস্টেইগার মনে করেন, প্রথম লেগে বড় জয় পেলেও বায়ার্নকে সতর্ক থাকতে হবে। তিনি জানান, ন্যু ক্যাম্পে তাঁদের লক্ষ্য অন্তত একটা গোল করা।
শোয়েনস্টেইগার বলেন, ‘প্রথম লেগের বড় জয়ের মাধ্যমে আমরা ফাইনালের পথ খোলা রেখেছি। কিন্তু আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে, বিশেষ করে প্রতিপক্ষ দল যখন বার্সেলোনা।
’
বায়ার্ন মিডফিল্ডার বলেন, ‘ম্যাচটা কঠিন হবে। কারণ বার্সেলোনার দারুণ কিছু করার সামর্থ্য রয়েছে। এবারের চ্যাম্পিয়নস লিগে এ পর্যন্ত আমরা ভালো খেলেছি। ন্যু ক্যাম্পে যদি একটি বা দুটি গোল করতে পারি, বার্সা আরও কঠিন অবস্থায় পড়বে। আক্রমণের সুযোগ পেলে আমরা সেটা পারব।
’ সূত্র: গোল ডটকম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।