আমাদের কথা খুঁজে নিন

   

মেসিকে ছাড়া আর্জেন্টিনার দুই লড়াই

শুক্রবার (বাংলাদেশ সময় শনিবার ভোর) দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ পেরু। আর মঙ্গলবার (বাংলাদেশ সময় বুধবার সকাল) খেলবে উরুগুয়ের বিপক্ষে। মেসি না থাকলেও অবশ্য সমস্যা নেই। গত মাসে প্যারাগুয়েকে হারিয়ে ২৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে ২০১৪ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবু মেসিকে না পাওয়ার দুঃখে কাতর আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়া।

তিনি বলেন, “মেসির শূন্যতা ঘোচানো সব সময়ই কঠিন। কারণ মেসির না থাকা শুধু আমাদের জন্য নয়, প্রতিপক্ষের জন্যও ভিন্ন পরিস্থিতির সৃষ্টি করে। লিওর (মেসি) মাঠে না থাকা আমাদের জন্য মানসিকভাবে বড় ধাক্কা। এই সমস্যার সমাধান খুঁজে পাওয়াও ভীষণ কঠিন। ”
মেসি ছাড়াও সাবেইয়া দলে পাচ্ছেন না স্ট্রাইকার গনসালো হিগুয়াইন, মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো ও ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোকে।

শুক্রবার এই অঞ্চলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হবে কলম্বিয়া ও চিলি। ২৬ পয়েন্ট নিয়ে কলম্বিয়া আছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে থাকা চিলির পয়েন্ট ২৪। অর্থাৎ এই ম্যাচের বিজয়ী দলের বিশ্বকাপে যাওয়া নিশ্চিত। অবশ্য ড্র করলেও ব্রাজিলের টিকেট নিশ্চিত হয়ে যাবে কলম্বিয়ার।

সমান ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ইকুয়েডর এবং উরুগুয়ে্ও মুখোমুখি হবে শুক্রবার। ১৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা ভেনেজুয়েলাও বিশ্বকাপের দৌড়ে আছে। তবে ইকুয়েডর-উরুগুয়ে ড্র করলে ভেনেজুয়েলার সরাসরি বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা শেষ হয়ে যাবে। একমাত্র লাতিন আমেরিকান দেশ হিসাবে কখনো বিশ্বকাপে খেলার সুযোগ না পাওয়া ভেনেজুয়েলার আর একটা ম্যাচই বাকি, প্যারাগুয়ের বিপক্ষে। দক্ষিণ আমেরিকা থেকে প্রথম চারটি দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

পঞ্চম দল এশিয়া থেকে পঞ্চম হওয়া জর্ডানের সঙ্গে প্লে-অফ খেলবে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।