আমাদের কথা খুঁজে নিন

   

হোঁচট খেয়ে গেলাম: মেনন

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে তিনি জাতীয় সংসদে বলেন, বয়স বিবেচনায় জামায়াতের  সাবেক আমিরকে সর্বোচ্চ শাস্তি না দিয়ে ৯০ বছরের কারাদণ্ড দেয়ায় দেশের মানুষের মধ্যে প্রশ্ন উঠছে।
এ রায়ের বিরুদ্ধে সরকারকে আপিল করার অনুরোধ জানিয়ে মেনন বলেন, “সব ভাল যার শেষ ভাল তার। কিন্তু আমরা হোঁচট খেয়ে গেলাম। দেশের মানুষের মনে প্রশ্নের সৃষ্টি হচ্ছে। ”
জামায়াতের ডাকা হরতালের মধ্যে সোমবারের মতো এদিনও সংসদে অনুপস্থিত থাকে বিএনপি নেতৃত্বাধীন বিরোধী দল।

সোমবার ট্রাইব্যুনালে রায় ঘোষণার দিনও বিরোধী দল সংসদে ছিল না।
দিনের কার্যসূচির শুরুতে ফ্লোর নিয়ে মেনন গোলাম আযমের রায়ের বিষয়টি নিয়ে কথা বলেন।
ক্ষমতাসীন মহাজোটের এই শরিক নেতা বলেন, “যার নেতৃত্বে একাত্তরে যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী অপরাধ হয়েছিল তাকে মানবতা দেখালাম। বয়স বিবেচনা করে তার সাজা কমিয়ে এনে ৯০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে- এমন কোনো নজির রয়েছে কিনা জানা নেই”।
একাত্তরে যুদ্ধাপরাধীরা শিশু ও অন্যদের বয়সের কথা বিবেচনায় না নিলেও অপরাধীদের ক্ষেত্রে ট্রাইব্যুনাল তা নিল বলে মন্তব্য করেন মেনন।


তিনি বলেন, “সরকার বলেছে এ রায়ে সন্তুষ্ট। আমরা হতাশা ব্যক্ত করছি। আমরা জানি, আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যুদ্ধাপরাধীদের বিচারের কার্যক্রম সংঘটিত হচ্ছে। এ সংসদ থেকেই বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। আশা করছি, সরকার রায়ের বিরুদ্ধে আপিল করবে।


মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র, পরিকল্পনা, উস্কানি, সহযোগিতা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়া- পাঁচ ধরনের অপরাধের প্রতিটিতেই গোলাম আযম সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য হলেও ৯১ বছর বয়সী এই আসামিকে কারাদণ্ড দেয়া হয়েছে বয়স ও স্বাস্থ্যের অবস্থা বিবেচনায়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ সোমবার জামায়াতে ইসলামীর মুক্তিযুদ্ধকালীন আমির গোলাম আযমের যুদ্ধাপরাধ মামলার এই রায় ঘোষণা করে।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।