কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন..... এমন একটি দেশ কল্পনা করি যেখানে কোনে ট্রেড ইউনিয়ন নাই। বাস ধর্মঘট হয় না। সড়ক দূর্ঘটনায় মানূষ মরে না। শুধু বাংলা সিনেমার শেষ ডায়লগরে মতো সুখ আর সুখ।
পরিবহন মালিক শ্রমিক সংগঠন যাত্রি পরিবহনের গুরু দায়িত্ব পালন করতে ব্যার্থ।
যদি এমন হয় ব্যাক্তি পর্যায়ে কোন গাড়ী থাকবে না। সব গাড়ীর মালিক সরকারী পরিবহন সংস্থা বি আর টি এ কে দেয়া হলো। সব মালিকের গাড়ীর দাম বরাবরে বি আর টি এর শেয়ার বিক্রি করা হলো । সেই শেয়ারের লভ্যাংশ বাবদ তাদের কে মাসে মাসে নগদ টাকা দেয়া হলো। সড়ক পরিবহন কে নিরুৎসাহিত করা হলো।
সব গাড়ীর রং বি আর টি এর রং দেয়া হলো । সবাই রেল এবং নৌ পথে যাতায়াত শুরু করলো । কোথাও যানজট নাই। ভাবুন তো কেমন লাগছে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।