আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... ঈদে সালামীর বাজারে ব্যপক ধস নামিয়াছে। সব টাকা ভারতে চালান হইয়া গিয়াছে বলিয়ে জানাইয়াছেন আমাদের সালামী বিশেষ্ণরা।
উল্লেখ্য যে এই বছরে একই দিনে ভারতেও ঈদ উজ্জাপিত হইতেছে। তাই ইহা সম্ভব বলিয়া জনাইয়াছেন আমাদের ডিজিএফআই প্রধান জনাম আভুল খুদ্দুস।
মাননীত অর্থমন্ত্রী বলিয়াছেন ঈদের আরো দুই দিন আছে।
এর মাঝে সব ঠিক হয়ে যাবে। তিনি আরো বলেন সালামী না পাইলে আমার কিছু করার নাই, ধৈর্য ধারণ করুন। ভদ্রলোকের পোলারা সালামী চায় না। যারা চায় তারা চাঁদা বাজ দুষ্কৃতকারী। তাদের থেকে সতর্ক থাকুন।
কিন্তু এর পর তিনি তাঁর তিন দামরা খাসির সাইজের নাতি নাতনি কে ৫০০ টাকা করে সালামী দেন। এবং আমাদের মিষ্ট মুখ করিয়ে খালি হাতে বিদায় দেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সকলে এইবার গত বারের চেয়ে ৮০% কম সালামী পাইয়াছেন। আমি এখন পর্যন্ত ২৫০ টেকা কালেকশন করিয়াছি মাত্র। বিরোধী দল গুলো এর প্রতিবাদে মিষ্টি বর্জন কর্মশূচি (!) পালনের ঘোষনা দিয়াছে।
----- নিজস্ব প্রতিবেদক ; দৈনিক ফেসবুক প্রতিদিন। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।