আমাদের কথা খুঁজে নিন

   

এতটুকু বলা

ৃৃৃৃৃ এতটুকু বলা আমি বলিনি, আকাশের বুক থেকে নক্ষত্র খশিয়ে এনে,আমার কপোলের টিপ করে দাও...। আমি বলিনি, সাগরের ঢেউ গুনে,আমায় চঞ্চলা করে দাও...। আমি বলিনি, আমার সাদাকালো স্বপ্নগুলোতে ,সরষেফুলের রঙ মেখে দাও......। আমি বলিনি, আমার হাত ধরে হেঁটে চলো বহুদূর.........। আমি বলিনি, তোমার বৃদ্ধাঙ্গুলি দিয়ে,আমার রূপালী সিথিতে রক্তসিদুর পরিয়ে দাও............। আমি বলিনি, আমার দেহের মাটিরঘরে,একটি মাটিরপুতুল জনম দাও............। আমি বলিনি, বৃষ্টিঅন্তে,মিষ্টি শীতল পবনে, আমার উষ্ণবাহুর চাঁদর গায়ে জড়িয়ে, জোছনায় স্নান করো...। আমি বলিনি, শিশির হয়ে, আমার তৃষ্ণার্ত ওষ্ঠ জোড়াকে ভিজিয়ে দাও.........। আমি কেবল বলেছি, তোমার বুকের বাঁ-দিকটা[অন্তর]দিয়ে, আমার কষ্ট গুলোকে একটু ছুঁয়ে দাও...........................।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.