বাংলাদেশ ব্লগারস এসোসিয়েশন সদস্য নং: ১০ । facebook.com/milton3d
নির্বাচন ও নতুন বছরের উপলক্ষে বেশ কয়েকদিন যাবতই তথ্যবহুল বা ফানি অনেক পোষ্ট আসছে। হয়ত চলবে আরও কিছুদিন। ভালোই লাগছে সবকিছু। বেশ উপভোগ্য।
অন্য বিষয় ভিত্তিক পোষ্টগুলোর সমাহার দেখা যাচ্ছে না তেমনটা।
তাই আপনাদের মাঝে একটু নতুন স্বাদের একটা পোষ্ট দিতে চাই। পেটুক ও আমার মত মিষ্টি প্রেমীরা মজা পাবেন আশা করি। নাটোরের কাঁচাগোল্লার উপরে আমার লেখা (হয়ত দুই পর্বের) পোষ্ট দিবো। যেখানে থাকবে কাঁচাগোল্লার উদ্ভব ইতিহাস ও বর্তমান কাঁচাগোল্লার গল্প।
আপনাদের ভালো লাগবে আশা করি। সেখানে কিছু ছবিও থাকবে। ছবিটা আজ অথবা কালকের মধ্যে পেয়ে যাবো আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।