"নাটোরের বাগাতিপাড়ায় ইভ টিজিংয়ের প্রতিবাদ করে আক্রান্ত হওয়া কলেজশিক্ষক মিজানুর রহমান মারা গেছেন। আট দিন মৃত্যুর সঙ্গে লড়ে গতকাল বুধবার ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মারা যান। এ ঘটনায় বখাটেদের বিচার দাবি করে বিক্ষোভ ও রেলস্টেশন অবরোধ করে লোকমানপুর মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রী ও এলাকাবাসী। মিজানুরের সহকর্মী ও পরিবারের অভিযোগ, হামলার অভিযোগে মামলা দায়ের করা হলেও তাকে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দিয়ে অপরাধীদের রক্ষার চেষ্টা চালাচ্ছে পুলিশ। ইভ টিজিংয়ের প্রতিবাদ করায় গত ১২ অক্টোবর লোকমানপুর বাজারে বখাটেরা গায়ে মোটরসাইকেল তুলে দিলে গুরুতর আহত হয়েছিলেন মিজানুর রহমান।
তাঁর বাম চোখ বেরিয়ে গিয়েছিল। ভেঙে গিয়েছিল মাথার বাম পাশের হাড় ও একটি হাত।
মিজানুর রহমান কলেজের রসায়ন বিভাগের প্রভাষক ছিলেন। তিনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার চকলক্ষ্মীপুর গ্রামের আবুল হাশেমের ছেলে। তাঁর পরিবার ও কলেজ কর্তৃপক্ষের অভিযোগ, কলেজছাত্রীদের উত্ত্যক্ত করার (ইভ টিজিং) প্রতিবাদ করায় হত্যার উদ্দেশ্যে মিজানুরের ওপর মোটরসাইকেল তুলে দেয় উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম রসুল ওরফে আবদুর রশীদের বখাটে ছেলে আসিফ আলী ও তার সঙ্গী রাজন।
গত রাত সাড়ে ৮টা দিকে পুলিশ নাটোর শহরের একটি বাড়ি থেকে অভিযুক্ত বখাটে আসিফ আলীকে গ্রেপ্তার করেছে। "
Source:
Click This Link
ইভটিজিং বর্তমানে সমাজে ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ছে।
এর প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহন করা খুবই জরুরী।
প্রয়োজনে নতুন আইন করে বাস্তবায়ন করতে হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।