বাঁধার দেয়াল ভেঙ্গে মোরা এগোবোই কিছুদিন আগে কোটার নামে সরকার যা করলো সেটা নজীর বিহীন। গণতান্ত্রিক দেশে এধরনের বৈষম্যের প্রতিকারের জন্য ছাত্ররা রাস্তায় নেমে আন্দোলন করবে এটাই স্বাভাবিক। আন্দোলনটি অপরিহার্য ছিল বিধায় ছাত্ররা রাস্তায় নেমেছে। ছাত্রলীগ তাদের উপর হামলা করার পর তারা ভাংচুর চালিয়েছে। তাদের নৈতিক দাবি সরকার মানতে বাধ্য হয়েছে।
হাজার হাজার বঞ্ছিত শিক্ষার্থী প্রিলিমিনারিতে উত্তীর্ণ হয়েছে। অথচ মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের হুমকি দিয়ে বসলেন। তিনি বলেছেন-“যারা ভাংচুর ও অগ্নিসংযোগের সঙ্গে জড়িত, তাদের ছবি রয়েছে। মৌখিক পরীক্ষার সময় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ” আমার প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী এ ধরনের হুমকি দিতে পারেন কিনা? তিনি যেহেতু সরকার প্রধান তার মানে তিনি সকলের অভিভাবক।
এখন অভিভাবক যদি তার সন্তানকে দেখে নেয়ার হুমকি দেন তাহলে শিক্ষার্থীরা কোথায় যাবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।