আমার পরিচিত অনেকেই বলে আমার সাথে নাকি মানুষের চেয়ে জানোয়ারের মিল বেশী। তাই দয়া করে কেউ আমার কাছ থেকে মানুষের ব্যাবহার আশা করবেননা।
সাতক্ষীরায় নাকি ভারতীয় বাহিনী এসেছে যৌথবাহিনী'র সাথে অভিযানে অংশ নিতে। এ নিয়ে চারদিকে তোলপাড়। ইনকিলাব'কে সরকার বন্ধ করে দিলো এরকম একটি স্পর্শকাতর নিউজ ছাপানোর দায়ে। আমি বুঝিনা এইটা আমাদের কোন ধরনের বালখিল্যতা। যেখানে এইটা দিনের আলোর মত পরিস্কার যে এই দেশের মানুষের আশা-আকাংখার সম্পূর্ন বিপরীতে যেয়ে গনতন্ত্র'কে হত্যা করে ভারত একটি অনির্বাচিত সরকার'কে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছে সেখানে সাতক্ষীরায় ভারতীয় বাহিনী আসলেই কি না আসলেই বা কি? যেখানে আপনার সরকার প্রধান ভারতীয়দের অনুগত সেখানে আপনি এইটা নিয়ে চিল্লা-পাল্লা না করে সাতক্ষীরা নিয়ে লাফাচ্ছেন। এটা'কে আসলে তুলনা করা যায় ঐ প্রবাদ'টার সাথে ''চোখের সামনে দিয়ে মাছি গেলে দেখা যায় আর পিছন দিয়ে হাতি গেলেও চোখে পড়ে না''
এদেশের সরকার প্রধান যদি ভারতীয়'দের অনুগত হয় তখন তার প্রয়োজনে ভারতীয় বাহিনী অনেক কিছুই করতে পারে এইটাই তো স্বাভাবকি তাই না? সো আগে মেইন জিনিস নিয়ে চিল্লা-পাল্লা করেন তারপরে অন্য কথা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।