চাই সুন্দর ভাবে বাঁচতে...তাই চাই একটি সুন্দর পৃথিবী......
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ,ঘূর্নিঝড় আইলায় ক্ষতিগ্রস্থরা যতদিন পর্যন্ত স্বাভাবিকভাবে জীবনযাপনে ফিরে আসতে না পারবে, ততদিন সরকার তাদের খাদ্যের ব্যবস্থা করবে। আইলায় অন্যতম ক্ষতিগ্রস্ত এলাকা সাতক্ষীরা পরিদর্শনকালে আজ প্রধানমন্ত্রী একথা বলেন। তিনি ৪৮ হাজার ক্ষতিগ্রস্থ পরিবারকে গৃহ নির্মানের জন্য ২০ হাজার টাকা করে দেয়ার ঘোষনা দেন। সকালে সাতক্ষীরায় শ্যমনগরের হরিচরন হাইস্কুল মাঠে জনসভায় তিনি আরও বলেন, আইলা দুর্গত এলাকার বেড়িবাঁধ উচু ও মজবুত করে তৈরি করা হবে।
সাতক্ষীরার চিংড়ি চাষীদের উদ্দেশ্য তিনি বলেন : পরিবেশ রক্ষায় খেয়াল রেখে চাষ করতে হবে। ইচ্ছামত পানি উন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ কেটে পানি ঢোকানো যাবেনা। অনিয়ম ও অবৈধ উপায়ে চিংড়ী চাষ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও হুশিয়ার করে দেন প্রধানমন্ত্রী।
জনসভায় সুন্দরবন থেকে নাভারুন পর্যন্ত রেললাইন করা, সুন্দরবনকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং শ্যমনগর সদরকে পৌরসভা ও ভোমরা বন্দরকে পূর্নাঙ্গ বন্দর করার প্রতিশ্রুতি দেন শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আইলা আঘাত হানার ১৪ মাস পর প্রথমবারের মত সাতক্ষীরার দুর্গত এলাকা পরিদর্শন করছেন ।
সূত্র: এবিসি রেডিও ৮৯.২
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।