আটককৃতরা হলেন- শ্যামনগর থানার পাখিমারা এলাকার আসলাম সরদারের ছেলে রাসেল সরদার (২০), আব্দুর রবের ছেলে ফারুক হোসেন (২৮), খুলনার কয়রা উপজেলার হায়দার আলীর ছেলে সাদ্দাম হোসেন (২৫) ও সদর থানার এলাহী বক্সের ছেলে আবু মুসা (৪৩)।
শুক্রবার রাতে শহরের মাগুরা এলাকা আবু মুসার বাড়ি থেকে পাঁচলাখ টাকার জাল নোটসহ তাদের আটক করা হয় বলে জানান জেলা গোয়েন্দা পুলিশের ওসি সরদার মোশাররফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাত ১০টার দিকে ওই চারজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।এসময় ঘটনাস্থল থেকে একটি প্রিন্টারও উদ্ধার করা হয়।
তারা দীর্ঘদিন ধরে জাল নোট বিনিময় করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে মন্তব্য করে ওসি মোশাররফ বলেন, আটককৃতদের জেলা ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।