সাতক্ষীরা জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক মণ্ডল সাংবাদিকদের বলেন, সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলায় হরতালের ডাক দেয়া হয়েছে।
তিনি বলেন, জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মইনুল হক, সাবেক সাংসদ গাজী নজরুল ইসলাম, নায়েবে আমির মাওলানা রবিউল বাশার, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আজিজুর রহমানসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়।
সম্প্রতি সাতক্ষীরায় বিভিন্ন এলাকায় ভাংচুর, অগ্নিসংযোগ ও সহিংসতার অভিযোগে বিভিন্ন থানায় দায়েরকৃত মামলায় জামায়াতের জেলা ও উপজেলা পর্যায়ের বেশকিছু নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।