নিহত হাফিজুর রহমান (২৬) সাতক্ষীরা সদরের গোবিন্দকাঠি গ্রামের লোকমান আলীর ছেলে। তিনি স্থানীয় জামায়াতকর্মী বলে সদর থানার পরিদর্শক (তদন্ত) নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, ঝাউডাঙ্গা বাজারে সাতক্ষীরা-যশোর সড়কে জামায়াতকর্মীদের অবেরোধের খবর পেয়ে মঙ্গলবার সকালে ৯টার দিকে পুলিশ, র্যাব ও বিজিবি সেখানে যৌথ অভিযান চালায়।
এক পর্যায়ে অবরোধকারী জামায়াত কর্মীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের দিকে ককটেল ও ঢিল ছুড়তে শুরু করলে সংঘর্ষ বেঁধে যায়।
এ সময় হাফিজুর রহমান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায় বলে পরিদর্ক নাসির উদ্দিন জানান।
তিনি বলেন, “আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা করছি।”
গত ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় সহিংসতা লেগেই রয়েছে। এসব ঘটনায় ১৫ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
জামায়াতের ‘ঘাঁটি’ হিসেবে পরিচিত সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং আসামি গ্রেপ্তার গত ১৫ ডিসেম্বর রাত থেকে পুলিশ, র্যাব ও বিজিবির যৌথঅভিযান শুরু হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।