কিছুদিন ধইরা ব্লগে দেখি ছ্যাঁকার জোয়ার চলতেছে । সবাই খালি ভালোবাসা হারানোর গল্প লেখে । কেউ কেউ আবার নিকট ভবিষ্যতে ছ্যাঁকা খাবে বলে দিন গুনতেছে । আমার সহানুভূতিপূর্ণ এই গবেষণাকর্ম তাদের উদ্দেশ্যে উৎসর্গ : যারা ডিজুস জামানায় লাইলি/মজনু হতে যাইয়া "জান কুরবান করি দিব" এই নিয়ৎ নিয়া প্রেমের মাঠে নাইমা অনভিজ্ঞতার দরুণ ধরা খায় । অতঃপর নিজেরে নিয়া কি করবো ভাইবা পায়না ।
ছ্যাঁকা মূলত ২ প্রকার । একতরফা প্রেমে পড়সেন কিন্তু পাত্তা পাইলেন না । অথবা ১০ বছর প্রেম কইরা "তুমি ভালো না" কইয়া সে গেলোগা । এই ছ্যাঁকা অথবা ব্রেক আপ যাহাই বলেন না কেন , যে খাইসে "শুদু সেই বোজে" এর জ্বালা ।
এই নিষ্ঠুর পৃথিবীরে আপনে নিজের মনের সঠিক অনুভূতিটাও বুঝাইতে অক্ষম ।
ফলতঃ মা-বাপ-ভাই-বেরাদার সহমর্মিতা দেখানি দূরে থাক , যার লিগা এই অবস্থা তার কাছেও পাত্তা নাই । যখন ঘরের চিপায় বইসা ভেউ ভেউ কইরা কানতে মঞ্চাইতেসে, তখনো লোকে ঈদের বকশিশ চায়
ছ্যাঁকার প্রতিকার সম্পর্কে লিখতে গেলে প্রথমেই বলা উচিৎ ছ্যাঁকা খাওনের হাত থিকা বাঁচার উপায় কি ? কিন্তু আফসোস..... শত শত বিজ্ঞানী, দার্শনিক এবং ডাক্তররা( ) গত কয়েকশ শতাব্দী ধইরা ক্রমাগত গবেষণা চালাইয়াও বাইর করতে পারেনাই এইটার উত্তর । যে যাবার সে যাবেই ভাইডি, তারে ধরে রাখা যায়না । আপনে প্রিন্স চার্লস কি প্রিন্সেস ডায়ানা হইলেও সে যাবে । অতএব প্রশ্ন হইলো , ছ্যাঁকা খাওয়ার পরের কর্তব্য কি ?
# ব্রেক আপ হওয়ার পর যে ভাবনাটা সবচে' পীড়া দ্যায় তা হইলো "আহহারে আমি এমুন ভালো পুলাডা , তাও আমারে ফালাইয়া গেলোগা ??? বুঝবি রে বুঝবি একদিন বুঝবি" ।
এইসময়ডায় হঠাৎ হঠাৎ মনের দুঃখ উথলায়া ওঠে । মনডা অতি নরম হইয়া যায় ফলে খালি ভালো কাজ করতে মঞ্ছায় । এরপর ভালো কাজডা করার পরে আবারও সেই অনুভূতি " আহহারে আমি এমুন ভালো পুলাডা........."
প্রতিকার : এমন কোনো কাজ করবেননা যাতে নিজের কাছে নিজে দয়ালু বইলা প্রমাণিত হন । রাস্তাঘাটে যদি কোন গাঞ্জাখোরে ভিক্ষা চায় তারে নিজের দলে কল্পনা কইরা ৩ডা টেকা ধরাই দিয়া দীর্ঘনিঃশ্বাস ফেলার কুনো দরকার নাই । ঠাডায়া চটকানা মারেন ।
কন্ডাক্টর ১ টাকা ভাড়া বেশী চাইলে ইয়া আলীইইইইই বইলা চিক্কুর দিয়া তার উপ্রে ঝাপায়া পড়বেন ।
বন্ধুবান্ধবরা সান্তনা দেওনের ভান কইরা খুচা-মারা কথা কইতে আইতে পারে । কেই নাকি কান্না কানতে আইলেই উষ্টা মারবেন ।
রাস্তাঘাটে মাইয়া দেখলেই গাইল পাড়বেন ।
চাকুরীক্ষেত্র বা শিক্ষাক্ষেত্রে কারো উপ্রে বিশেষ রাগ থাকলে এই সুযোগে তারে এক হাত নিতে পারেন ।
আপনের শিক্ষক বা বস যখন আপনের মানসিক অবস্থা না বুইঝা লেকচার দিতাছে তারে আলজিহ্বা তুরি বাইর কইরা ভেঙ্গায়া দ্যান । কি আছে জীবনে !!!
এ বুকের যন্ত্রণা ,আর তো সইতে পারিনা :
সবাই যেই গাধামী করে তা হইলো , বন্ধুবান্ধবের সাথে ঘুরতে যায় নয়তো সিনেমা-মিনেমা দেইখা কিম্বা চাকরী বা পরিবারের কাজে ব্যস্ত হইয়া দুঃখডা ভুইলা থাকার চেষ্টা করে । কিন্তু মন তো ভুলে না রে ভাই ! কষ্ট খালি বাড়ে ! এট্টু পরপর খালি মঞ্ছায় জানের ফেচবুকটা দেইখ্যা আসি ।
গলদ । এ দুঃখ এমুন দুঃখ যে সমূলে উৎপাটন না করলে নিস্তার নাই ।
এমন সব কাজ করতে হইব যে নিজের কাজকর্মে নিজেই বিরক্ত হইয়া কইবেন ভালোবাসার খ্যাতা পুড়ি ।
# ব্লগে কোন আ* লের পোস্টে গিয়া তুমুল ঝগড়া বান্ধাইয়া দ্যান । ব্যান চায়া সারা ব্লগ তোলপাড় কইড়া ফালান । তেমন পোস্ট তাৎক্ষনিকভাবে না পাইলে নিজেই একটা পোস্ট দিয়া তাদের উসকায়া দিতে পারেন । উদাহরন :
"তরা এ্যাত খারাপ ক্যান ?"
"ব্লগে আইসা যারা ঢেকুর তুলে তারা কতটা সুশীল ?"
"কেউ অরে কিছু কইবেন নাকি আমি আত্মহত্যা করুম ?"
"নারী মহামারী"
# জোশিলা একখান রক গান আসমান ফাটাইয়া প্লে করেন ।
এইবার দুইহাত উপ্রে তুইলা নাচতে থাকেন । নাচতে নাচতে দ্যাখবেন একেকবার হঠাৎ কইরা জান-এর কথা মনে পড়তাছে আর চক্ষু ভাসাইয়া কান্দন আইতাছে । ব্যাপার্স না । গলা ফাটায় কান্দেন আর নাচেন । নাচেন আর কান্দেন ।
যতক্ষন না কান্দন শুকায়া যায় নাচতেই থাকেন । দার্দ-এ-ডিসকো ।
# গোসল করা ছাইড়া দ্যান । রোজ ২ বেলা মাটির মইদ্যে গড়াগড়ি দিবেন । ৩-৪ মাস পরে চুল লম্বা হইয়া জটা বানলে হাঁটা-বাবার দলে জয়েন করতে পারেন ।
# মদ , গাঞ্জা এইসব পুলাপাইনা জিনিস খায়া লাভ নাই । ঝিম ধইরা কতক্ষন পইড়া থাকবেন তারপর যে কে সেই । মাঝখান দিয়া আপনের পকেট হাপিস । নেশা যদি করতেই চান তয় ফ্রী জিনিসের সন্ধান দিতাছি । সাহস থাকলে এইডা খাইবেন ।
আপনের ঘরেই আছে সেই বস্তু । টিউবলাইটের চিপা খুঁইজা কয়ডা টিকটিকি ধরেন । এইবার মাথাডা চাইপ্যা ধইরা জ্যান্ত ছাইড়া দ্যান মুখে । খেয়াল রাখবেন ল্যাঞ্জাসহ চিবায় খাইতে । ল্যাঞ্জাডা প্রায়ই লাফায়া পইড়া যায়গা ।
এ পোড়ার জীবন লইয়্যা কি করুম :
দুঃখ সহ্য করতে না পাইরা অনেকেই আত্মহত্যা করার চেষ্টা করেন । কিন্তু অনভিজ্ঞতার দরুন এইখানেও তারা ফেল মারেন । মনে করেন যে , ছাদ থিকা লাফায় পড়ার চিন্তা করলেন । কিন্তু এতে আপনি নাও মরতে পারেন । উল্টা দ্যাহা গ্যালো হাত-পা ভাইঙ্গা সারা জীবনের মত লুলা হইয়া গেলেন ।
গলায় ফাঁসি দিতে গেলেন তো ঘাড়ডা ভাইঙ্গা প্যারালাইজড হইলেন । সারা জীবন অন্যের দয়ায় বাঁচতে হইব । এরকম ঘটনা ভুরি ভুরি ঘটসে দুনিয়ায় । আগুন জ্বালায়া দিমু ভাইবা কেরোসিন ঢাললেন কিন্তু আধাপোড়া হইতে না হইতেই লোকে নিভায়া দিলো । মুখপোড়া হয়া বাঁইচা রইলেন ।
অনেকে আবার "আরামে ঘুমায় ঘুমায় মইরা যামু" ভাইবা ঘুমের ঔষুধ খায় । মনে করেন যে , দুইদিন পর যদি ঘুমডা মাটির নীচে ভাঙ্গে ? মইরা গেসেন ভাইবা পুইতা থুইসে এইদিকে আপনে ঘুম ভাইঙ্গা জাইগা উঠলেন ।
আত্মহত্যার কিছু সহজ তরিকা :
# RAB এর কোনো বড়কর্তার নাক বরাবর ঘুষা লাগাইয়া দ্যান । আপনের হদীস মুনকার-নাকীরও পাইব না ।
# হিজবুতীয়াদের আত্মঘাতী ফোর্সে যোগ দ্যান ।
প্রথমবার গায়ে বোমা লাগাইয়া "একটু পরীক্ষা করি" বইলা ফাটাইবেন কিন্তু অগো ঘাঁটিতেই । ইনশাল্লাহ প্রথম পরীক্ষায়ই পাস ।
# ভীড়ের মধ্যে কারো পকেট মারার ভান কইরা এরপর তার দিকে বোকার মত চাইয়া থাকেন । সবাই চিক্কুর দিয়া উঠলে পলানোর ভান করবেন । গনপিটুনীতে মরবার চান্স নিশ্চিত ।
# ঢাকা আরিচা রোডে রেগুলার ভ্রমন করা শুরু করেন ।
# লাফাইয়া মরনের হাউস জাগলে সিপ্পি আরসুয়াং কি এইরকম হাজারফুটি খাঁদওয়ালা পাহাড়ের উপ্রে থিকা লাফাইলে ভালো । তয় পাহাড়ের সৌন্দর্য দেইখ্যা মরার কথা ভুইলা গেলে আমার দোষ নাই ।
# আপ্নে কি মূলত প্রেমিক বা প্রেমিকারে কষ্ট দেয়ার লাইগা মরতে আগ্রহী ? কিন্তু ডরাইতেছেন যে হেরা দুইদিন কাইন্দ্যা ভুইলা যাইবো ? রসু খাঁ-র সাথে যোগাযোগ করেন । তারে দায়িত্ব দ্যান আপ্নের মোটা মাথাডা কাইটা গিফট বাক্সে ভইরা আপ্নের জান-এর কাছে পাঠায়া দিতে ।
একই সাথে পুলিশী ভ্যাজাল আর লাইফ লাস্টিং শক !
আর যদি এইডা করার সাহস না থাকে তাইলে মরার চিন্তা ছাইড়া দ্যান !
প্রতিশোধের কিছু অন্য উপায় :
নিজে না মইরা সারাজীবন প্রেমিক/প্রেমিকারে জ্বালায়া মারার চিন্তা করতে পারেন ।
বেশীরভাগ মানুষই করে কি , মদ গাঞ্জা খাইয়া দেবদাস হইয়া যায় । ফলে প্রেমিক/প্রেমিকা ভাবে, এইডারে ছাইড়া দিয়া ঠিক কামই করছি । জীবনডা ত্যানা ত্যানা হইত আমার !
কেউ কেউ খালি তারে ফোন দ্যায় । করুন সব এসএমএস করে ।
ফেচবুকে বৈরাগী স্ট্যাটাস দ্যায় । এতে আপনার অবস্থান আরও দূর্বল হয় কারন সে ভাবে , অর তো আমারে ছাড়া উপায় নাই । আমার লিগা অয় কাইন্দা মইরা যাইতাছেগা । আমি কি হনু রে !
# তার বান্ধবীদের সাথে ভাব জমান । (আপনে মেয়ে হইলে তার বন্ধুদের সাথে ) ।
তাগো নিয়া পার্টি দ্যান , হ্যাং আউট করেন । কিন্তু এইগুলাতে তারে ডাকবেননা । পার্টির বিশেষ অন্তরঙ্গ ছবিগুলা ফেচবুকে প্রকাশ করেন ।
# ভালো হয় যদি ওর কোনো বড়লোক বা সুন্দরী ফ্রেন্ডরে পটাইয়া ফেলতে পারেন । তবে সেই বড় লোকের সন্তান আপ্নের জীবন ত্যাজপাতা করলে তার জন্য আমি দায়ী না ।
# তারে কনফিউজড করতে হবে যে আপনারে ছাইড়া দিয়া সে অনেক বড় ভুল করছে । ১ কোটি টাকার লটারী জিতছেন বইলা ফেচবুকে ঘোষনা দ্যান ।
উপকারিতা : সে বেইল না দিলেও আরো অনেকের সুনজরে পড়তে পারেন ।
অপকারিতা : ছিন্তাইকারী বা ডাকাতেরও সুনজরে পড়তে পারেন ।
# মনের দুঃখ গাইয়া কোনো চিঠি বা সাহিত্য রচনা করবেন না ।
বরং এইরকম একটা ফানি পোস্ট ল্যাখেন ।
# প্রেমিক/প্রেমিকার বাসার সামনে হাগু ফেলে আসতে পারেন । রোজ ।
আর যদি মনে করেন এক বদমাইসের লিগা এ্যাত প্যাড়া খাওনের টাইম নাই তাইলে আপনে বুদ্ধিমান । একটা ভালো পোলা/মাইয়া দেইখা মহাসাড়ম্বরে বিবাহ করেন ।
প্রত্যেক বছর হানিমুনে যান । ৪-৫টা পুলাপাইন পয়দা করেন । গবেষনায় বলে , মানুষের জীবনে শেষ প্রেমটাই খাঁটি প্রেম ।
পুনশ্চ : হায় রে আমি কি করলাম ! সব openly ফাঁস কইরা দিলাম । আপ্নাগো উপকার করতে গিয়া তো নিজের মাথায় কুড়াল মারলাম ।
অখন ফি দিয়া যান । কিছু স্বান্তনা থাকুক ! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।