নিঃস্বার্থ মন্তব্যকে ধন্যবাদ, সাময়িক ভাবে আমি মন্তব্যে নেই ভেসে যাই হেসে যাই বেঁচে থাকা এমনই নিয়মে হকার পেপার দিতে কড়া নাড়ে; সিঁড়িতে নেমে যায় কেউ অতিথি হতে চাই কারো বাড়ি - পরিজন ব্যস্ততায় কারো শিশুর সর্দিগর্মি, কাজের শিশুটি চা দিয়ে যায় আমি উঠি, আমি বসেছিলাম বেতের চেয়ারে অফিসে যাই জুতো জোড়া মুছি, কালি করতে দাঁড়াই বুটপালিশে আড়া আড়ি পথে বন্ধুর সঙ্গে দেখা হতেই সে নিমন্ত্রণের অভিনয় করে; আমিও তাই করি দেখা হবে না কাল পরশু - গেটও বন্ধ, ডাস্টবিনের ভেতর থেকে বেড়াল বের হয়ে আসে; অথবা কিশোর আমি থামি, ঘামি। বৃষ্টিতে শেডের নিচে ভিজতেই থাকি থেমে গিয়ে ঠেলাগাড়ি দেখি বৃষ্টি শেষে আবার নেমে যাই পথে রোদের উষ্ণতা পেতে ছাদে উঠি পৌষের ভোরে অনেক গুলো শিক উঠছে, শব্দ হচ্ছে ধুপ ধুপ, কাক উড়ছে আকাশে আমি সন্ধ্যায় থামি পড়ন্ত সূর্য দেখে নিতে দরজার পর্দা বাতাসে উড়ে যায় প্রতিবেশীর বাড়ি - কেউ কি নেই আজ সেখানে? -- ড্রাফট ১.০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।