( বন্ধু দিবসে অনেকে লিখছেন, আমি কিছুই লিখতে পারলাম না )
যে নিয়মে হৃদয় ফেটে বন্ধুত্বেরই ফুল ফোঁটে
যে নিয়মে শরীর ফেটে বন্ধুত্বেরই রক্ত ঝরে
যে নিয়মে নিঃস্বতায় ভালবাসার বসন্ত আসে
যে নিয়মে বুকের ভিতর দুঃখ ফেলে
জ্যোৎস্নাকলার মাদল দোলে
সেই নিয়মে বলতে পারি, আমি তোমায় ভালবাসি।
যে নিয়মে সুখপ্রহরে সুখের জলে নয়ন ভেজে
যে নিয়মে অরুন আলোয় চিত্তবেদন যায় মিলিয়ে
যে নিয়মে অরণ্য তার চিত্রকলায় সবুজ আঁকে
যে নিয়মে লজ্জাবতী লজ্জা হেসে
অবলীলায় যায় লুকিয়ে
সেই নিয়মে তোমায় ছুঁয়ে, আমি লজ্জা পেতে পারি।
যে নিয়মে লতায়-পাতায় ছন্দ বাজে উতল তালে
যে নিয়মে বকুল ফোঁটে রৌদ্রজলে মাতন তুলে
যে নিয়মে পুষ্পডালা ভরে ওঠে অর্ঘ্য মালায়
যে নিয়মে অন্তরালোকের আলো-ছায়ায়
জীবন পথের প্রদীপ জ্বলে
সেই নিয়মে বরণ করে, আমি তোমায় পূজা দিতে পারি।
সেই নিয়মে বলতে পারি, আমি শঙ্কাহীন, আমি সীমাহীনা
আমি হৃদয় হতে বিচ্যুরিত মিলন মাঙ্গলিকা
এই আমারই শুভক্ষণে নিবিড় সমর্পণ
প্রণয়ের আলো জ্বেলে আমায় করো আলিঙ্গন।
এই নিয়মেই হৃদয় ফেটে বন্ধুত্বেরই ফুল ফোঁটে
এই নিয়মেই শরীর ফেটে বন্ধুত্বেরই রক্ত ঝরে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।