আমাদের কথা খুঁজে নিন

   

যে নিয়মে সাজবে বিশ্বকাপের গ্রুপ

ব্রাজিলের বাহিয়ায় স্থানীয় সময় বেলা সাড়ে ১২টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায়) শুরু হওয়া এই সংবাদ সম্মেলনে ৬ ডিসেম্বরের ড্রর জন্য চারটি পট বা পাত্র ঘোষণা করার সময় উপস্থিত ছিলেন ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার, মহাসচিব জেরোম ভালকেসহ ফিফা ও ব্রাজিলের আয়োজক কমিটির কর্তাব্যক্তিরা।
তবে নিয়ম ও ড্রর জন্য দলগুলোর এই ‘পুল’ ঘোষণার সময় ফিফার খোদ মহাসচিবও স্বীকার করলেন, গ্রুপ সাজানোর নিয়মটা বুঝতে তাদের নিজেদেরই অনেক সময় লেগেছে।
চারটি পাত্র থেকে লটারি করে একটি করে দেশের নাম উঠিয়ে একটি গ্রুপ করলেই হবে না, বিশ্বকাপের ড্রতে থাকতে হবে ভৌগলিক ভারসাম্যতা। সোজা কথায়, কোনো গ্রুপেই ইউরোপ ছাড়া অন্য কোনো অঞ্চলের একাধিক দল রাখা যাবে না।
এটা বলা সোজা হলেও ড্র অনুষ্ঠানের লটারিতে তা নিশ্চিত করতে নিয়ম-কানুন সাজানোটা কিন্তু কঠিন।

এটি করতে গিয়েই তো জটিল হয়ে পড়েছে ছকটি।
আগে দেখা যাক, কোন পটে বা পাত্রে কাকে রাখা হয়েছে।
পাত্র ১: স্বাগতিক দেশ এবং ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ সাত দল। ব্রাজিল, স্পেন, জার্মানি, আর্জেন্টিনা, কলম্বিয়া, বেলজিয়াম, উরুগুয়ে ও সুইজারল্যান্ড।
পাত্র ২: আফ্রিকার পাঁচটি ও দক্ষিণ আমেরিকার দুটি দল।

চিলি, ইকুয়েডর, আইভরি কোস্ট, ঘানা, আলজেরিয়া, নাইজেরিয়া ও ক্যামেরুন।
পাত্র ৩: উত্তর ও মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের চারটি ও এশিয়ার চারটি দল। জাপান, ইরান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ও হন্ডুরাস
পাত্র ৪: ইউরোপ থেকে সুযোগ পাওয়া বাকি নয়টি দল। নেদারল্যান্ডস, ইতালি, ইংল্যান্ড, পর্তুগাল, গ্রিস, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া, রাশিয়া ও ফ্রান্স।
পাত্র-৪ অর্থাৎ ইউরোপের পাত্রে আটটির জায়গায় রাখা হয়েছে নয়টি দেশ।

আবার ২ নম্বর পাত্রে আছে সাতটি। এর ব্যাখ্যাটা অবশ্য দিয়েছেন ফিফার কর্মকর্তারা।
সবাই ধরে নিয়েছিল, বাছাই দেশগুলোর পাত্র-১ এ স্থান পাওয়া চারটি ইউরোপীয় দলের পর আরও আটটি ইউরোপীয় দেশের কোটা পূরণ শেষে র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে পেছনে থাকা ১৩তম দল ফ্রান্সকেই পড়তে হবে আরেকটি পাত্রে। তবে অবাক করে দিয়ে সংবাদ সম্মেলনে ফিফা জানায়, ৪ নম্বর পাত্রে থাকা ইউরোপের নয়টি দেশের মধ্যে একটি অবশ্যই যাবে ২ নম্বর পটে, তবে দেশটি ১৯৯৮ সালের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স নয়, তা নির্ধারিত হবে লটারিতে। ৬ তারিখই মূল ড্রর আগে এই লটারি করা হবে।



ইউরোপের শীর্ষ কর্মকর্তা প্লাতিনির দেশ ফ্রান্সকে ‘বাঁচানোর’ কেন এই ব্যবস্থা - সে প্রশ্ন অবশ্যই উঠেছিল। ফিফা সভাপতির এড়িয়ে যাওয়া উত্তর, ড্রতে সবই যখন হবে লটারিতে, এটাও লটারিতেই হোক না।
আগামী ৬ ডিসেম্বর পাত্র-১ এ রাখা আটটি দলকে রাখা হবে আটটি গ্রুপে। এক্ষেত্রে স্বাগতিক ব্রাজিলকে দেয়া হবে গ্রুপ ‘এ’। বাকি সাতটি দেশ লটারির মাধ্যমে ক্রমানুযায়ী যাবে ‘বি’ থেকে ‘এইচ’ গ্রুপে।


ইউরোপের দল যেহেতু ১৩টি, তাই ৮ গ্রুপের কোনোটিতে একের বেশি ইউরোপীয় দল পড়বেই। তবে নিয়ম করে নিশ্চিত করা হয়েছে, এক গ্রুপে দুইটির বেশি ইউরোপীয় দেশ যাতে না পড়ে। তাই লটারির মাধ্যমে ইউরোপের যে দেশটি পাত্র-২ তে যাবে তাকে নিশ্চিতভাবেই রাখা হবে পাত্র-১ এর বাছাই চারটি লাতিন আমেরিকার দেশের একটির সঙ্গে।
কিন্তু তাতেও আছে জটিলতা। ইউরোপের এই ‘দুর্ভাগা’ দেশটি পড়বে দক্ষিণ আমেরিকার কোন বাছাই দেশের গ্রুপে? এটি নির্ধারণে করা হবে আরেকটি লটারি, পাত্র-১ এর বাছাই চারটি লাতিন আমেরিকার দলকে ক্ষণস্থায়ী ‘পট এক্স’ এ নিয়ে লটারি করে একটি দেশ তোলা হবে, যার গ্রুপে যাবে ইউরোপের ‘দলছুট’ দেশটি।


এরপর পট-২ এর বাকি দেশগুলোকে লটারির মাধ্যমে ‘এ’ থেকে ‘এইচ’ গ্রুপে ফেলা হবে। এক্ষেত্রেও কথা আছে। লাতিন আমেরিকার ছয়টি দেশকে তো আলাদা গ্রুপে রাখা চাই। তাই ২ নম্বর পাত্রের লাতিন আমেরিকার দুই দেশ চিলি ও ইকুয়েডর পাত্র ১ এর মহাদেশীয় সঙ্গীর গ্রুপে উঠলেও তা পাশ কাটিয়ে যাবে পরের গ্রুপে।
এরপর যথাক্রমে একটি একটি করে দেশ উঠিয়ে খালি করা হবে তিন ও চার নম্বর পাত্র।


লাতিন আমেরিকা ও ইউরোপ বাদে বাকি মহাদেশগুলো থেকে চূড়ান্ত পর্বে ওঠা দেশগুলো নিজেদের পাত্রেই পাচ্ছে মহাদশীয় সঙ্গীদের। তাই লটারিতে একই গ্রুপে মুখোমুখি হওয়ার সম্ভাবনা এমনিতেই থাকছে না তাদের। এর জন্য আর কোনো বিশেষ নিয়ম বানাতে হয়নি।
গ্রুপিং এমনভাবে করার চেষ্টা করা হয় যেন এক গ্রুপে যত বেশি সম্ভব বিভিন্ন অঞ্চলের দেশের প্রতিনিধিত্ব রাখা যায়। আবার ভৌগলিক ভারসাম্যের মতো গ্রুপগুলোর মধ্যে শক্তির সমতাও যেন থাকে, তারও চেষ্টা থাকে পটগুলো নির্ধারণের সময়।

কিন্তু যতই চেষ্টা করা হোক না কেন, লটারিভাগ্যও কিন্তু গ্রুপ সাজানোতে বড় একটা নিয়ামক হয়ে দাড়ায়।

চারটি পাত্র থেকে থেকে একটি করে দল নিয়ে কতভাবেই তো দল সাজানো যায়। তাই ৬ ডিসেম্বর লটারিতে এক গ্রুপে ব্রাজিল, ইতালি, ইংল্যান্ড ও মেক্সিকোর পড়া যেমন সম্ভব; তেমনি সম্ভব সুইজারল্যান্ড, আলজেরিয়া, ইরান, রাশিয়াকে নিয়ে ‘দুর্বল’ গ্রুপ গড়াও।
৬ ডিসেম্বর লটারির অনিশ্চয়তায় এ ধরণের চমক দেখা যেতেই পারে। তার আগ পর্যন্ত ফিফার এই জটিল নিয়ম ভালোমতো বুঝে নিয়ে খেয়ালখুশি মতো গ্রুপ সাজানো চলুক না।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.